পঠানভূমিতে কুরুক্ষেত্র! এক ইঞ্চি জমিও যুক্তরাষ্ট্রকে ফিরিয়ে দেওয়া হবে না বলে এ বার হুঙ্কার ছাড়ল তালিবান। ফলে হিন্দুকুশের কোলের দেশটি ফের এক বার মার্কিন সামরিক অভিযানের মুখে পড়তে পারে বলে তুঙ্গে উঠেছে জল্পনা। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শেষ পর্যন্ত সেনা পাঠানোর সিদ্ধান্ত নিলে মধ্য এশিয়ার পরিস্থিতি যে অস্থির হবে, তা বলাই বাহুল্য। আর এর আঁচ এসে লাগবে ভারতের গায়েও।
‘ফ্ল্যাশপয়েন্ট’ আফগানিস্তানের বাগরাম বিমানঘাঁটি। আমু দরিয়ার তীর থেকে সৈন্য প্রত্যাহারের মাত্র চার বছরের মাথায় ফের ওই ছাউনি ফেরত চেয়ে গোঁ ধরেছেন যুক্তরাষ্ট্রের বর্ষীয়ান প্রেসিডেন্ট ট্রাম্প। চলতি বছরের ২১ সেপ্টেম্বর এই বিষয়ে মুখ খোলেন পঠানভূমির তালিবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের চিফ অফ স্টাফ ফাসিহুদ্দিন ফিতরত। ‘মহাশক্তিধর’ আমেরিকাকে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বিশ্লেষকদের ভাষায় তাঁর কথার সারমর্ম হল, ‘বিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী’।