Advertisement
১৭ জুলাই ২০২৫
Israel-Iran Conflict Highlights

পুড়ছে তেহরান, তাবরিজ়, ধূলিসাৎ বড় বড় ভবন, জ্বলছে পরমাণুকেন্দ্র! ইজ়রায়েলি হানায় বিধ্বস্ত ইরানের ছবি প্রকাশ্যে

ইরানের ধ্বংসের বেশ কিছু ছবি ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ছবিগুলি দেখলে শিউরে উঠতে হয়। কোথাও বিলাসবহুল বাড়ি বোমার আঘাতে গুঁড়িয়ে গিয়েছে, কোথাও ঝকঝকে ভবন ভেঙে হয়েছে ধূলিসাৎ।

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ জুন ২০২৫ ১৭:০০
Share: Save:
০১ ১৮
Tehran, Tabriz Devastated by Israeli Strikes, Nuclear Sites Burn, Iran Faces Chaos

বৃহস্পতিবার সপ্তম দিনে পা দিয়েছে ইরান-ইজ়রায়েল যুদ্ধ। গত শুক্রবার থেকে সংঘর্ষ শুরু হয়েছে দু’দেশের মধ্যে। যুযুধান দু’পক্ষই একে অপরকে আক্রমণ করছে গত সাত দিন ধরে।

০২ ১৮
Tehran, Tabriz Devastated by Israeli Strikes, Nuclear Sites Burn, Iran Faces Chaos

আন্তর্জাতিক বিধিনিষেধ ভেঙে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালানোর অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। ইরান দ্রুত পরমাণু বোমা তৈরি করার জায়গায় চলে আসবে বলে আশঙ্কা করছে ইজ়রায়েল। যদিও ইরানের দাবি, বিদ্যুৎ উৎপাদন এবং অন্যান্য শান্তিপূর্ণ কর্মকাণ্ডের জন্যই তাদের পারমাণবিক কর্মসূচি চলছে।

০৩ ১৮
Tehran, Tabriz Devastated by Israeli Strikes, Nuclear Sites Burn, Iran Faces Chaos

আশঙ্কা থেকেই ইরানের পরমাণুকেন্দ্রে গত শুক্রবার হামলা চালায় ইজ়রায়েল। প্রত্যাঘাত করে ইরানও। দু’পক্ষই একে অন্যের উপর লাগাতার হামলা চালাতে শুরু করে। শুরু হয় সংঘর্ষ। সেই সংঘাত এখনও চলছে। পশ্চিম এশিয়ায় তৈরি হয়েছে উত্তেজনার পরিস্থিতি।

০৪ ১৮
Tehran, Tabriz Devastated by Israeli Strikes, Nuclear Sites Burn, Iran Faces Chaos

সামরিক পরিকাঠামোয় ইজ়রায়েলি হামলার প্রতিশোধ হিসেবে বৃহস্পতিবারও মধ্য ইজ়রায়েলে হামলা চালিয়েছে ইরান। অন্য দিকে, ইরানের একাধিক পরমাণুকেন্দ্রকে লক্ষ্যবস্তু করে চলেছে ইজ়রায়েল।

০৫ ১৮
Tehran, Tabriz Devastated by Israeli Strikes, Nuclear Sites Burn, Iran Faces Chaos

গত সাত দিন ধরে ইরান-ইজ়রায়েল বৈরিতার নজির দেখছে সারা বিশ্ব। একে অপরের দিকে লাগাতার ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে দু’দেশের সেনা। ইজ়রায়েলের দাবি, তাদের সাধারণ নাগরিকদের উপর হামলা চালাচ্ছে ইরান। একই দাবি ইরানেরও। ইজ়রায়েল হাসপাতাল লক্ষ্য করে হামলা চালাচ্ছে বলেও অভিযোগ তেহরানের।

০৬ ১৮
Tehran, Tabriz Devastated by Israeli Strikes, Nuclear Sites Burn, Iran Faces Chaos

একে অপরের উপর লাগাতার হামলায় তছনছ হয়ে গিয়েছে দু’দেশেরই বিস্তীর্ণ এলাকা। তবে যুদ্ধ বিশেষজ্ঞদের একাংশ জানিয়েছেন, ক্ষয়ক্ষতির পরিমাণের নিরিখে এগিয়ে কিন্তু ইরান। ইজ়রায়েলেও বহু এলাকা যুদ্ধের অভিশাপের কবলে পড়েছে, তবে তা ইরানের মতো এত বেশি না।

০৭ ১৮
Tehran, Tabriz Devastated by Israeli Strikes, Nuclear Sites Burn, Iran Faces Chaos

ইরানের ধ্বংসের বেশ কিছু ছবি ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। সে দেশের যে ছবিগুলি প্রকাশ্যে এসেছে, তা দেখলে শিউরে উঠতে হয়। কোথাও বিলাসবহুল বাড়ি বোমার আঘাতে গুঁড়িয়ে গিয়েছে, কোথাও ঝকঝকে ভবন ভেঙে হয়েছে ধূলিসাৎ।

০৮ ১৮
Tehran, Tabriz Devastated by Israeli Strikes, Nuclear Sites Burn, Iran Faces Chaos

ইজ়রায়েলি ক্ষেপণাস্ত্র হানায় ভস্মীভূত ইরানের বহু বাড়ি-গাড়ি। গুঁড়িয়ে গিয়েছে হাসপাতাল। ইরানের বহু এলাকায় আগুন জ্বলছে।

০৯ ১৮
Tehran, Tabriz Devastated by Israeli Strikes, Nuclear Sites Burn, Iran Faces Chaos

যুদ্ধের দামামা বাজছে ইরানে। দাউ দাউ করে আগুন জ্বলছে দেশের যত্রতত্র। লাল-কালো ধোঁয়ায় ঢেকেছে তেহরানের আকাশ। ইরানের বহু ভবন থেকে গল গল করে কালো ধোঁয়া বেরিয়ে আসতে দেখা গিয়েছে ইজ়রায়েলি ক্ষেপণাস্ত্রের হামলার পর।

১০ ১৮
Tehran, Tabriz Devastated by Israeli Strikes, Nuclear Sites Burn, Iran Faces Chaos

ইরানের আকাশকে ঢেকে দিয়েছে যুদ্ধের বিষাক্ত বাষ্প। নীল আকাশের দেখা মেলা ভার। বোমা, ক্ষেপণাস্ত্র, ড্রোনে প্রায় সর্ব ক্ষণ কালো ধোঁয়ায় ছেয়ে রয়েছে ইরানের আকাশ। বহু গাছপালা পুড়ে গিয়েছে।

১১ ১৮
Tehran, Tabriz Devastated by Israeli Strikes, Nuclear Sites Burn, Iran Faces Chaos

যুদ্ধের আবহে ইরানে কেউ ভিটেমাটি খুইয়েছেন। কেউ আপনজনকে হারিয়ে নিঃস্ব। যুদ্ধের অভিঘাতে ধ্বংস হয়ে যাওয়া ভবনের সামনে দাঁড়িয়ে কাঁদছে বহু মানুষ।

১২ ১৮
Tehran, Tabriz Devastated by Israeli Strikes, Nuclear Sites Burn, Iran Faces Chaos

ইজ়রায়েলের হানায় বিপর্যস্ত ইরানে একের পর এক জায়গায় উদ্ধারকাজ চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। চলছে ধ্বংসস্তূপ সরানোর কাজ।

১৩ ১৮
Tehran, Tabriz Devastated by Israeli Strikes, Nuclear Sites Burn, Iran Faces Chaos

ইরানের সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহরগুলির মধ্যে রয়েছে তেহরান, তাবরিজ়, ইসফাহান, করমানশা, নাতাঞ্জ।

১৪ ১৮
Tehran, Tabriz Devastated by Israeli Strikes, Nuclear Sites Burn, Iran Faces Chaos

বৃহস্পতিবার ইরানের একটি পরমাণু গবেষণাকেন্দ্রে ফের হামলা চালিয়েছে ইজ়রায়েল। বৃহস্পতিবার সকালে এমনটাই দাবি করেছে তেহরান। ইরানের সংবাদ সংস্থা আইএসএনএ জানিয়েছে, খোনদাব শহরে ভারী জলের গবেষণাকেন্দ্রে হামলা চালিয়েছে ইজ়রায়েলি বাহিনী।

১৫ ১৮
Tehran, Tabriz Devastated by Israeli Strikes, Nuclear Sites Burn, Iran Faces Chaos

বস্তুত, এই ভারী জল পরমাণু রিঅ্যাক্টরকে শীতল রাখতে ব্যবহার হয়। যদিও ইরানের দাবি, হামলার আগেই ওই কেন্দ্রটিকে ফাঁকা করে দেওয়া হয়েছিল। ফলে সেখান থেকে তেজস্ক্রিয় বিকিরণ ছড়ানোর কোনও আশঙ্কা নেই।

১৬ ১৮
Tehran, Tabriz Devastated by Israeli Strikes, Nuclear Sites Burn, Iran Faces Chaos

তবে ইজ়রায়েল এখনও বাগে আনতে পারেনি ইরানের ‘ফোর়ডো ফুয়েল এনরিচমেন্ট প্ল্যান্ট’। কারণ, ইরানের ওই পরমাণুকেন্দ্র রয়েছে পাহাড়ের নীচে। সুরক্ষিত সেই জায়গা এমন ভাবেই তৈরি যে সাধারণ ক্ষেপণাস্ত্র হামলা অনায়াসেই সহ্য করে নেওয়ার ক্ষমতা রয়েছে তার।

১৭ ১৮
Tehran, Tabriz Devastated by Israeli Strikes, Nuclear Sites Burn, Iran Faces Chaos

পাল্টা হামলা চালাচ্ছে ইরানও। বৃহস্পতিবার সকালে ইজ়রায়েলের একটি হাসপাতালে ইরানি ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে বলে দাবি করা হয়েছে।

১৮ ১৮
Tehran, Tabriz Devastated by Israeli Strikes, Nuclear Sites Burn, Iran Faces Chaos

তেল আভিভের কাছে ইজ়রায়েলি স্টক এক্সচেঞ্জেও ইরান হামলা চালিয়েছে বলে খবর। জানা গিয়েছে, ইজ়রায়েলে নতুন করে ২৫টিরও বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।

সব ছবি: রয়টার্স।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy