Advertisement
০৫ ডিসেম্বর ২০২৫
Bronze Age Egtved Girl

সব হাড় উধাও হলেও অটুট গয়না, পোশাক! কী হয়েছিল তিন হাজার বছর কাঠের গুঁড়িতে ‘ঘুমিয়ে’ থাকা স্কার্ট পরা কিশোরীর সঙ্গে?

ব্রোঞ্জ যুগের এই দেহটি একটি সমাধিস্তম্ভের মধ্যে পাওয়া গিয়েছিল। বিভিন্ন তথ্যপ্রমাণ ঘেঁটে সেটিকে ১৩৭০ খ্রিস্টপূর্বাব্দের বলে মনে করছেন গবেষকেরা। কফিনটি এক্‌‌টভে গ্রামে পাওয়া গিয়েছিল বলে তাই তাকে ‘এগ্টভেদ গার্ল’ নামে ডাকতে শুরু করেন প্রত্নতাত্ত্বিকেরা।

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২৫ ১৬:১২
Share: Save:
০১ ১৮
Bronze Age Egtved Girl

ডেনমার্কের ছোট্ট গ্রাম এক্‌‌টভে। মাটি কোপাতে গিয়ে হঠাৎ করে এক কৃষকের কোদালের ঘায়ে অনাবৃত হয়ে পড়ে একটি কাঠের বাক্স। ওক কাঠের সেই বাক্সের ডালা সরাতেই চোখ কপালে ওঠে কৃষকের। প্রাচীন সেই বাক্সে সযত্নে শায়িত একটি দেহ। সঙ্গে আরও আনুষঙ্গিক জিনিসপত্র।

০২ ১৮
Bronze Age Egtved Girl

১৯১২ সালের সেই সমাধিটি আবিষ্কৃত হওয়ার পর তা হইচই ফেলে দেয় প্রত্নতাত্ত্বিক মহলে। কফিনসমেত মৃতদেহটি তুলে নিয়ে যাওয়া হয় ডেনমার্কের জাদুঘরে। সেখানেই পরীক্ষানিরীক্ষা শুরু হয় দেহটির।

০৩ ১৮
Bronze Age Egtved Girl

ব্রোঞ্জ যুগের এই দেহটি একটি সমাধিস্তম্ভের মধ্যে পাওয়া গিয়েছিল। বিভিন্ন তথ্যপ্রমাণ ঘেঁটে সেটিকে ১৩৭০ খ্রিস্টপূর্বাব্দের বলে আন্দাজ গবেষকদের। প্রায় ৩৪০০ বছর আগে এই ধরাধামে জন্মেছিলেন ওই কিশোরী।

০৪ ১৮
Bronze Age Egtved Girl

কফিনে থাকা কিশোরী কোথা থেকে এসেছিল তা নিয়ে বিতর্ক চলছে। কোনও কোনও গবেষক মনে করেন, সে আদতে জার্মানির বাসিন্দা। কেউ কেউ তার আদি বাড়ি হিসাবে ডেনমার্ককেই চিহ্নিত করেছেন। আবার গবেষকদের একাংশ ব্রোঞ্জ যুগের এক্‌‌টভে গ্রামে পাওয়া মেয়েটির বাড়ি হিসাবে স্ক্যান্ডেনেভিয়া অঞ্চলকে চিহ্নিত করেছেন। যেহেতু তার কফিন এক্‌‌টভে গ্রামে পাওয়া গিয়েছে, তাই তাকে ‘এগ্টভে গার্ল’ নামে ডাকতে শুরু করেন প্রত্নতাত্ত্বিকেরা।

০৫ ১৮
Bronze Age Egtved Girl

মৃত্যুর সময় তার বয়স ১৬ থেকে ১৮ বছরের মধ্যে ছিল বলে অনুমান করা হয়। ওক কাঠের কফিনে পাওয়া দেহটিকে কিশোরী বলা হয়েছে বয়সের আধুনিক ব্যাখ্যার উপর ভিত্তি করে। তবে গবেষকদের মতে, ১৬ থেকে ১৮ বছর বয়সি ওই কিশোরী ব্রোঞ্জ যুগের হলে তাকে সম্ভবত এক জন নারী হিসাবেই বিবেচনা করা হত।

০৬ ১৮
Bronze Age Egtved Girl

কূপের আকৃতির ওক কাঠের কফিনের মধ্যে মেয়েটির পশমের পোশাক, চুল এবং নখ নিখুঁত ভাবে সংরক্ষিত ছিল। তার দেহের কোনও হাড়ই ছিল না। ডেনমার্কের ওই অঞ্চলের অম্লজাতীয় মাটির প্রভাবে দেহের হাড়গুলি বিনষ্ট হয়ে গিয়েছে বলে ধারণা গবেষকদের।

০৭ ১৮
Bronze Age Egtved Girl

২০১৫ সালে কিশোরীর দেহাবশেষ নিয়ে গবেষণা করে বিজ্ঞানীরা আশ্চর্যজনক তথ্য দেন। তাঁদের দাবি ছিল, মৃত্যুর আগে ‘এগ্টভে গার্ল’ স্বদেশ ছেড়ে অনেক দূরে ভ্রমণ করেছিল। সেই সূত্র অনুযায়ী এই কিশোরী নর্ডিক দেশের অধিবাসী ছিল না।

০৮ ১৮
Bronze Age Egtved Girl

স্বর্ণকেশী এবং রোগা চেহারার এই কিশোরীর কফিনে একটি শিশুর মৃতদেহেরও সন্ধান মেলে। বয়স আনুমানিক ৫ থেকে ৬ বছর। এই শিশুর পরিচয় আজও রহস্যে মোড়া। কে ছিল সে? রক্তের সম্পর্কের কেউ, না অনুচর, না কি অন্য কোনও ধর্মীয় রীতি বা অনুষঙ্গ জড়িয়ে এই শিশুটির সঙ্গে, তা আজও অজানা।

০৯ ১৮
Bronze Age Egtved Girl

সমাধিস্থ করার সময় কিশোরীকে একটি ষাঁড়ের চামড়ার উপর শুইয়ে একটি রুক্ষ পশমের কম্বল দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। তার মৃতদেহ যেখানে শোয়ানো ছিল, তার ছাপ কফিনে এখনও দৃশ্যমান। তার পোশাক ছিল, মোটা সুতো দিয়ে তৈরি খাটো স্কার্ট। ঊর্ধ্বাংশে মধ্যম আকৃতির হাতাযুক্ত টপ। কোমরের চারপাশে সর্পিল নকশা দিয়ে সজ্জিত একটি বড়, কাঁটাযুক্ত ব্রোঞ্জের চাকতি পরানো ছিল।

১০ ১৮
Bronze Age Egtved Girl

কিশোরীর পোশাক বিংশ শতাব্দীতেও আলোড়ন ফেলেছিল। তার উচ্চতা ছিল প্রায় ১.৬ মিটার। চুল ছিল ছোট, সোনালি রঙের। পোশাক-পরিচ্ছদ ও তার সরঞ্জামগুলি ইঙ্গিত দেয় বেশ অভিজাত পরিবারের কন্যা ছিল সে। নিজের পরিচর্যায় সে বেশ সচেতন ছিল। কিন্তু যা তাকে সবচেয়ে আলাদা করে তোলে, তা হল তার পোশাক, যা সে যুগের হিসাবে ব্যতিক্রমই বলা চলে।

১১ ১৮
Bronze Age Egtved Girl

সমাধিতে কিশোরীর মাথার পাশে রাখা ছিল বার্চ গাছের বাকলের তৈরি একটি ছোট বাক্স। ভিতরে ছিল দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্র। ব্রোঞ্জের পিন, সুচ ও ছিদ্র করার সরঞ্জাম। এ ছাড়াও মধু, গম এবং কাউবেরি দিয়ে তৈরি ছোট এক বালতি বিয়ার দিয়ে সমাহিত করা হয়েছিল কিশোরী ও শিশুটিকে।

১২ ১৮
Bronze Age Egtved Girl

প্রত্নতাত্ত্বিকদের মতে, কফিনটি যেখানে সমাধিস্থ করা হয়েছিল সেখানকার মাটির গঠন একটি ‘মাইক্রোক্লাইমেট’ হিসাবে কাজ করেছে। সেই কারণে কিছু জিনিসপত্র সংরক্ষিত ছিল। আবার কিছু জিনিসপত্র ধ্বংস করেছে কফিনের ভিতরের পরিবেশ। বৃষ্টির জল ফাঁপা ওক কাঠের কাণ্ডের কফিনে ঢুকে পড়েছিল। কিন্তু অক্সিজেনের অভাব ছিল সেখানে। এই অবস্থার ফলে ওই কিশোরী ও শিশুর হাড়গুলি সম্পূর্ণ ক্ষয়ে গিয়েছিল। কিন্তু সুন্দর ভাবে সংরক্ষিত নখ, চুল, মাথার ত্বক, মস্তিষ্কের একটি ছোট অংশ এবং পোশাক।

১৩ ১৮
Bronze Age Egtved Girl

ডেনমার্ক জাদুঘরের এক আধিকারিক কারিন মার্গারিটা ফ্রাইয়ের নেতৃত্বে একটি দল তেজস্ক্রিয় উপাদান স্ট্রন্টিয়ামের মাত্রার জন্য মেয়েটির দাঁত বিশ্লেষণ করেন। স্ট্রন্টিয়াম হল ভূত্বকে পাওয়া একটি পদার্থ। জল এবং খাদ্যের মাধ্যমে এটিকে শোষণ করে প্রাণীজগৎ এবং উদ্ভিদকুল। দাঁত, হাড় এবং চুলে শোষিত হয় এই স্ট্রন্টিয়াম। স্ট্রন্টিয়ামের প্রাকৃতিক মাত্রা অঞ্চলভেদে ভিন্ন হয়।

১৪ ১৮
Bronze Age Egtved Girl

গবেষকরা মেয়েটির একটি দাঁতে যে পরিমাণ স্ট্রন্টিয়াম খুঁজে পেয়েছেন, তাতে তাঁরা মনে করছেন, সমাধিস্থল থেকে ৮০০ কিলোমিটার দক্ষিণে, দক্ষিণ-পশ্চিম জার্মানির ‘ব্ল্যাক ফরেস্ট’ এলাকায় বেড়ে উঠেছিল সে। জীবনের শেষ কয়েক বছর ধরে সেখান থেকে জুটল্যান্ডের মধ্যে জাহাজে করে ঘন ঘন ভ্রমণ করেছিল বলেও মনে করছেন গবেষকদের একাংশ।

১৫ ১৮
Bronze Age Egtved Girl

ফ্রাইয়ের গবেষণাপত্রটি ‘নেচার’ জার্নালে প্রকাশিত হওয়ার কয়েক বছর পর আরহাস বিশ্ববিদ্যালয়ের এরিক থমসেন এবং রাসমাস আন্দ্রেসেন দাবি তোলেন, পূর্ববর্তী গবেষণায় সম্ভবত দূষিত স্ট্রন্টিয়াম আইসোটোপ নমুনা ব্যবহার করা হয়েছিল। ব্রোঞ্জ যুগের নমুনাগুলি কৃষিকাজে ব্যবহৃত রাসায়নিকের সংস্পর্শে এসে দূষিত হয়েছিল। তা ফলাফলকে বিকৃত করে তুলেছিল বলে মনে করেন এই দুই অধ্যাপক।

১৬ ১৮
Bronze Age Egtved Girl

গোথেনবার্গ বিশ্ববিদ্যালয়ের সোফি বার্গারব্র্যান্ট জন্মস্থানের আরও একটি সম্ভাব্য বিকল্পের ইঙ্গিত করেছেন। গবেষণায় তিনি দাবি তুলেছিলেন, স্ক্যান্ডিনেভিয়া বা জার্মানি থেকে নয়, সম্ভবত সুইডেনের দক্ষিণ-পূর্বে বোর্নহোম দ্বীপ অথবা দক্ষিণ-পশ্চিম নরওয়ের রোগাল্যান্ড থেকে এসেছিল এই ‘এক্‌টভে গার্ল’। ড্যানিশ দ্বীপ বোর্নহোমকেও তার জন্মের স্থান হিসাবে চিহ্নিত করা হয়েছিল। তবে গবেষণাদলের মতে, দক্ষিণ-পশ্চিম জার্মানিই সবচেয়ে বেশি সম্ভাব্য স্থান।

১৭ ১৮
Bronze Age Egtved Girl

গোথেনবার্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্রিস্টিয়ান ক্রিস্টিয়ানসেন জানিয়েছেন, ব্রোঞ্জ যুগে ডেনমার্কের সঙ্গে দক্ষিণ জার্মানির যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, তা প্রমাণ করে দিয়েছে এই আবিষ্কার। সেই যুগে পশ্চিম ইউরোপে ক্ষমতার দু’টি প্রধান কেন্দ্র ছিল দক্ষিণ জার্মানি এবং ডেনমার্ক।

১৮ ১৮
Bronze Age Egtved Girl

সম্ভবত দুই অঞ্চলের দু’টি পরিবারের মধ্যে বন্ধন দৃঢ় করার জন্য মেয়েটির বিয়ে দেওয়া হয়েছিল ডেনমার্কের কোনও পরিবারে। তিনি বলেছেন, ‘‘প্রত্নতাত্ত্বিক প্রমাণে আমরা অনেক সরাসরি সংযোগ খুঁজে পেয়েছি। আমার অনুমান, ‘এক্‌টভে গার্ল’ ছিল দক্ষিণ জার্মানির মেয়ে। তাকে ডেনমার্কের জুটল্যান্ডের কোনও পুরুষের সঙ্গে বিয়ে দেওয়া হয়েছিল যাতে কোনও দু’টি শক্তিশালী পরিবারের মধ্যে একটি জোট তৈরি হয়।’’

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy