Advertisement
০৫ ডিসেম্বর ২০২৫
Refugee

বিশ্বকে পাল্টে দিয়েছেন যে অভিবাসীরা

সীমান্তের ব্যবধান তুচ্ছ করে সারা পৃথিবীই তাঁদের চিনেছে এক নামে। আইনস্টাইন থেকে কার্ল মার্কস, তসলিমা নাসরিন থেকে স্টিভ জোবস। তালিকায় রয়েছেন বহু পরিচিত মুখ।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০১৭ ১১:১০
Share: Save:
০১ ০৮
আলবার্ট আইনস্টাইন:<br>
জার্মানিতে জন্মেছিলেন ইহুদি আইনস্টাইন। এই দেশ থেকেই ১৯২১-তে পদার্থবিজ্ঞানে নোবেল পেয়েছিলেন।<br>  ত্রিশের দশকের প্রথম ভাগে চলে এসেছিলেন আমেরিকায়। ঘুরতেই এসেছিলেন।<br> কিন্তু আর ফিরে যাওয়া হয়নি। ১৯৪০-এ আমেরিকার নাগরিকত্বও গ্রহণ করেছিলেন বিশ্বখ্যাত এই পদার্থবিজ্ঞানী।

আলবার্ট আইনস্টাইন:<br> জার্মানিতে জন্মেছিলেন ইহুদি আইনস্টাইন। এই দেশ থেকেই ১৯২১-তে পদার্থবিজ্ঞানে নোবেল পেয়েছিলেন।<br> ত্রিশের দশকের প্রথম ভাগে চলে এসেছিলেন আমেরিকায়। ঘুরতেই এসেছিলেন।<br> কিন্তু আর ফিরে যাওয়া হয়নি। ১৯৪০-এ আমেরিকার নাগরিকত্বও গ্রহণ করেছিলেন বিশ্বখ্যাত এই পদার্থবিজ্ঞানী।

০২ ০৮
বব মার্লে:<br>
১৯৭৭-এ তাঁর ‘এক্সোডস’ অ্যালবাম আলোড়ন তুলেছিল গোটা বিশ্বে।<br> তাঁর জন্ম জামাইকায়। তাঁর পরিবার নিজেদের সিরিয়ার খ্রিস্টান বলে দাবি করে এসেছেন।

বব মার্লে:<br> ১৯৭৭-এ তাঁর ‘এক্সোডস’ অ্যালবাম আলোড়ন তুলেছিল গোটা বিশ্বে।<br> তাঁর জন্ম জামাইকায়। তাঁর পরিবার নিজেদের সিরিয়ার খ্রিস্টান বলে দাবি করে এসেছেন।

০৩ ০৮
তসলিমা নাসরিন:<br>
জন্ম বাংলাদেশে। কিন্তু রক্ষণশীল সমাজের দিকে আঙুল তোলায় দেশ থেকে বিতারিত হতে হয়েছিল বিতর্কিত এই লেখিকাকে।<br> ভারতে আশ্রয় নিয়েছিলেন তিনি। <br>তবে বর্তমানে বেশির ভাগ সময়ই ইউরোপ বা আমেরিকায় থাকেন তিনি।

তসলিমা নাসরিন:<br> জন্ম বাংলাদেশে। কিন্তু রক্ষণশীল সমাজের দিকে আঙুল তোলায় দেশ থেকে বিতারিত হতে হয়েছিল বিতর্কিত এই লেখিকাকে।<br> ভারতে আশ্রয় নিয়েছিলেন তিনি। <br>তবে বর্তমানে বেশির ভাগ সময়ই ইউরোপ বা আমেরিকায় থাকেন তিনি।

০৪ ০৮
জ্যাকি চ্যান:<br>
জন্ম হংকংয়ে। কিন্তু সাফল্য পেয়েছেন অস্ট্রেলিয়ার মাটিতে।<br> কর্মসূত্রে তাঁর বাবা থাকতেন অস্ট্রেলিয়ার ক্যানবেরায়। স্টান্টম্যান হিসাবে শুরু করেছিলেন কেরিয়ার।<br> পরে মার্শাল আর্টিস্ট হিসাবে বিপুল সাফল্য পান হলিউডে।<br> শুধু হলিউড নয়, সারা বিশ্বের একাধিক ভাষার সিনেমায় কাজ করেছেন তিনি।

জ্যাকি চ্যান:<br> জন্ম হংকংয়ে। কিন্তু সাফল্য পেয়েছেন অস্ট্রেলিয়ার মাটিতে।<br> কর্মসূত্রে তাঁর বাবা থাকতেন অস্ট্রেলিয়ার ক্যানবেরায়। স্টান্টম্যান হিসাবে শুরু করেছিলেন কেরিয়ার।<br> পরে মার্শাল আর্টিস্ট হিসাবে বিপুল সাফল্য পান হলিউডে।<br> শুধু হলিউড নয়, সারা বিশ্বের একাধিক ভাষার সিনেমায় কাজ করেছেন তিনি।

০৫ ০৮
সিগমন্ড ফ্রেড:<br>
সারা বিশ্ব তাঁকে চেনে সাইকো-অ্যানালিসিসের জনক হিসাবে।<br> হিটলার অস্ট্রিয়া আক্রমণ করলে নিজের জন্মভূমি ছেড়ে লন্ডনে পালিয়ে আসতে বাধ্য হয়েছিলেন ফ্রেড।<br> আর কোনও দিনই ফিরে যেতে পারেননি দেশে।<br> শেষ পর্যন্ত লন্ডনেই মৃত্যু হয় বিশ্ব বিখ্যাত এই ‘অভিবাসী’ সংখ্যাতত্ত্ববিদের।

সিগমন্ড ফ্রেড:<br> সারা বিশ্ব তাঁকে চেনে সাইকো-অ্যানালিসিসের জনক হিসাবে।<br> হিটলার অস্ট্রিয়া আক্রমণ করলে নিজের জন্মভূমি ছেড়ে লন্ডনে পালিয়ে আসতে বাধ্য হয়েছিলেন ফ্রেড।<br> আর কোনও দিনই ফিরে যেতে পারেননি দেশে।<br> শেষ পর্যন্ত লন্ডনেই মৃত্যু হয় বিশ্ব বিখ্যাত এই ‘অভিবাসী’ সংখ্যাতত্ত্ববিদের।

০৬ ০৮
জেরি স্প্রিঙ্গার:<br>
‘আ পুওর রিফিউজি’— এই শব্দবন্ধ দিয়ে নিজেকে নিজেই সম্বোধন করতেন মার্কিন টেলিভিশনের পরিচিত মুখ জেরি।<br> দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান আক্রমণের হাত থেকে বাঁচতে লন্ডনের হাইগেট টিউব রেল স্টেশনে আশ্রয় নিয়েছিল জেরির পরিবার।<br> সেখানেই জন্ম হয় জেরির। এর পরেই প্রাণ বাঁচাতে আমেরিকায় পালিয়ে আসে জেরির পরিবার।<br> ডেমোক্রেটিক পদপ্রার্থী হিসাবে সিনসিনাটির মেয়র হয়েছিলেন তিনি।<br> আইনজীবী, সংবাদ উপস্থাপক, অভিনেতা এবং মিউজিসিয়ান হিসাবেও জীবনে অসাধারণ সাফল্য পেয়েছিলেন তিনি।

জেরি স্প্রিঙ্গার:<br> ‘আ পুওর রিফিউজি’— এই শব্দবন্ধ দিয়ে নিজেকে নিজেই সম্বোধন করতেন মার্কিন টেলিভিশনের পরিচিত মুখ জেরি।<br> দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান আক্রমণের হাত থেকে বাঁচতে লন্ডনের হাইগেট টিউব রেল স্টেশনে আশ্রয় নিয়েছিল জেরির পরিবার।<br> সেখানেই জন্ম হয় জেরির। এর পরেই প্রাণ বাঁচাতে আমেরিকায় পালিয়ে আসে জেরির পরিবার।<br> ডেমোক্রেটিক পদপ্রার্থী হিসাবে সিনসিনাটির মেয়র হয়েছিলেন তিনি।<br> আইনজীবী, সংবাদ উপস্থাপক, অভিনেতা এবং মিউজিসিয়ান হিসাবেও জীবনে অসাধারণ সাফল্য পেয়েছিলেন তিনি।

০৭ ০৮
রাচেল উইজ:<br>
হলিউডের জনপ্রিয় অভিনেত্রী। কিন্তু নামের পাশে ছিল অভিবাসী তকমা।<br>দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লন্ডন থেকে আমেরিকায় পালিয়ে এসেছিলেন তাঁর বাবা-মা।<br> আর ফেরা হয়নি দেশে। যদিও এখনও ব্রিটিশ এবং আমেরিকান, একই সঙ্গে দুই দেশের নাগরিকত্বই রয়েছে তাঁর জিম্মায়।

রাচেল উইজ:<br> হলিউডের জনপ্রিয় অভিনেত্রী। কিন্তু নামের পাশে ছিল অভিবাসী তকমা।<br>দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লন্ডন থেকে আমেরিকায় পালিয়ে এসেছিলেন তাঁর বাবা-মা।<br> আর ফেরা হয়নি দেশে। যদিও এখনও ব্রিটিশ এবং আমেরিকান, একই সঙ্গে দুই দেশের নাগরিকত্বই রয়েছে তাঁর জিম্মায়।

০৮ ০৮
কার্ল মার্কস:<br>
একাধারে তিনি দার্শনিক, বিজ্ঞানী, অর্থনীতিবিদ, সমাজতত্ত্ববিদ, সাংবাদিক। জন্মসূত্রে জার্মান।<br> কিন্তু জীবনের বেশির ভাগ সময়টাই কেটেছে লন্ডনে। তাঁর আগে কখনও প্যারিস, কখনও বা ব্রাসেলস।<br> অভিবাসী তকমা পিছু ছাড়েনি কখনও।

কার্ল মার্কস:<br> একাধারে তিনি দার্শনিক, বিজ্ঞানী, অর্থনীতিবিদ, সমাজতত্ত্ববিদ, সাংবাদিক। জন্মসূত্রে জার্মান।<br> কিন্তু জীবনের বেশির ভাগ সময়টাই কেটেছে লন্ডনে। তাঁর আগে কখনও প্যারিস, কখনও বা ব্রাসেলস।<br> অভিবাসী তকমা পিছু ছাড়েনি কখনও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy