Advertisement
০৫ ডিসেম্বর ২০২৫
Iran-Israel Situation

মাটিতে মিশেছে বিশাল বাড়ি, দাউ দাউ করে জ্বলছে গাড়ি, বাতাসে পোড়া গন্ধ! রইল বিধ্বস্ত ইরান-ইজ়রায়েলের ভয় ধরানো ছবি

কোথাও বিলাসবহুল বাড়ি বোমার আঘাতে গুঁড়িয়ে গিয়েছে, কোথাও ঝকঝকে ভবন ভেঙে মিশেছে মাটিতে। সংঘাত চলাকালীন ইরান এবং ইজ়রায়েল— দু’দেশের যে ছবিগুলি প্রকাশ্যে এসেছে, তা দেখলে শিউরে উঠতে হয়।

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ জুন ২০২৫ ১৬:১৯
Share: Save:
০১ ২০
Toxic Smoke, Flames, and Destruction Show shocking War-Like situation Between Iran and Israel

ইজ়রায়েল এবং ইরানের মধ্যে সংঘর্ষ মঙ্গলবার পঞ্চম দিনে পড়ল। গত শুক্রবার থেকে দু’দেশের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে। আন্তর্জাতিক বিধিনিষেধ ভেঙে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালানোর অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। ইরান দ্রুত পরমাণু বোমা তৈরি করার জায়গায় চলে আসবে বলে আশঙ্কা করছে ইজ়রায়েল। যদিও ইরানের দাবি, বিদ্যুৎ উৎপাদন এবং অন্যান্য শান্তিপূর্ণ কর্মকাণ্ডের জন্যই তাদের পারমাণবিক কর্মসূচি চলছে।

০২ ২০
Toxic Smoke, Flames, and Destruction Show shocking War-Like situation Between Iran and Israel

আশঙ্কা থেকেই ইরানের পরমাণুকেন্দ্রে গত শুক্রবার হামলা চালায় ইজ়রায়েল। প্রত্যাঘাত করে ইরানও। দু’পক্ষই একে অন্যের উপর লাগাতার হামলা চালাতে শুরু করে। শুরু হয় সংঘর্ষ। সেই সংঘর্ষ এখনও চলছে। সংঘর্ষের আবহে পশ্চিম এশিয়ায় এক উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে।

০৩ ২০
Toxic Smoke, Flames, and Destruction Show shocking War-Like situation Between Iran and Israel

১৯৪৮ সালে ইজ়রায়েলের জন্মের পর বিশ্বের একমাত্র ইহুদি দেশটিকে স্বীকৃতি দিতে অস্বীকার করে প্রায় সমস্ত ইসলামিক রাষ্ট্র। কিন্তু সেখানে ইরান ছিল ব্যতিক্রম। পশ্চিম এশিয়ার শিয়া মুলুকটির সাম্রাজ্যবাদী ইতিহাস নেহাত ছোট নয়। ওই সময় আরব রাষ্ট্রগুলির সঙ্গে তেহরানের সম্পর্ক ছিল অস্বস্তির। ফলে সরকারি ভাবে মান্যতা না দিলেও অচিরেই ইহুদিভূমির সঙ্গে কৌশলগত সম্পর্ক গড়ে তোলে সাবেক পারস্য দেশ। তাদের এই কূটনৈতিক চালকে ‘মাস্টারস্ট্রোক’ বলে মনে করা হয়েছিল।

০৪ ২০
Toxic Smoke, Flames, and Destruction Show shocking War-Like situation Between Iran and Israel

কিন্তু এককালের ‘বন্ধু’ই আজ ভয়ঙ্কর শত্রু। একে অপরকে পুরোপুরি ধ্বংস করতে উঠেপড়ে লেগেছে ইরান-ইজ়রায়েল। রক্তক্ষয়ী সংঘর্ষকে এ ভাবেই ব্যাখ্যা করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকেরা। তাঁদের দাবি, প্রথম থেকেই শিয়া-ইহুদিদের ‘মধুর প্রেমে’ মিশে ছিল সন্দেহ আর স্বার্থপরতা। সেই কারণে প্রকাশ্যে নয়, সবার অলক্ষ্যে দু’পক্ষের চলত দেখাসাক্ষাৎ। গোপনে সরবরাহ হত খনিজ তেল এবং হাতিয়ার। সময়ের চাকা ঘুরতে স্বাভাবিক ভাবেই চিড় ধরে সেই সম্পর্কে। বিচ্ছেদের পাশাপাশি জন্ম হয় চরম বৈরিতার।

০৫ ২০
Toxic Smoke, Flames, and Destruction Show shocking War-Like situation Between Iran and Israel

গত পাঁচ দিন ধরে সেই বৈরিতার অন্যতম নজির দেখছে সারা বিশ্ব। লাগাতার একে অপরের দিকে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে দু’দেশের সেনা। তছনছ হয়ে গিয়েছে দু’দেশেরই বিস্তীর্ণ এলাকা। ইজ়রায়েলের দাবি, তাদের সাধারণ নাগরিকদের উপর হামলা চালাচ্ছে ইরান। ইজ়রায়েলও হাসপাতালকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে বলে অভিযোগ ইরানের। সোমবার রাতে ইরানের সরকারি সংবাদমাধ্যমের দফতরেও হামলা হয়েছে বলে অভিযোগ।

০৬ ২০
Toxic Smoke, Flames, and Destruction Show shocking War-Like situation Between Iran and Israel

ইরান এবং ইজ়রায়েলের ধ্বংসের বেশ কিছু ছবি ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। সংঘাত চলাকালীন দু’দেশের যে ছবিগুলি প্রকাশ্যে এসেছে, তা দেখলে শিউরে উঠতে হয়। কোথাও বিলাসবহুল বাড়ি বোমার আঘাতে গুঁড়িয়ে গিয়েছে, কোথাও ঝকঝকে ভবন ভেঙে মিশেছে মাটিতে। অনেকেই গৃহহীন হয়ে পড়েছেন।

০৭ ২০
Toxic Smoke, Flames, and Destruction Show shocking War-Like situation Between Iran and Israel

ইজ়রায়েলি হানায় ভস্মীভূত ইরানের একটি ভবন। ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত একটি গাড়ি সরিয়ে নিয়ে যাচ্ছেন স্থানীয়েরা।

০৮ ২০
Toxic Smoke, Flames, and Destruction Show shocking War-Like situation Between Iran and Israel

ইজ়রায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের একটি এলাকায় দাউ দাউ করে আগুন জ্বলছে। ঘটনাস্থলের দিকে এগিয়ে চলেছে একটি অ্যাম্বুল্যান্স।

০৯ ২০
Toxic Smoke, Flames, and Destruction Show shocking War-Like situation Between Iran and Israel

সংঘর্ষের দামামা বাজছে ইরানে। আগুন জ্বলছে যত্রতত্র। লাল-কালো ধোঁয়ায় ঢেকেছে ইরানের আকাশ।

১০ ২০
Toxic Smoke, Flames, and Destruction Show shocking War-Like situation Between Iran and Israel

পাহাড়ের কোলে থাকা ইরানের একটি ভবন থেকে গল গল করে কালো ধোঁয়া বেরিয়ে আসছে ইজ়রায়েলি ক্ষেপণাস্ত্রের হামলার পর।

১১ ২০
Toxic Smoke, Flames, and Destruction Show shocking War-Like situation Between Iran and Israel

ইরানীয় শহরে কুণ্ডলী পাকিয়ে আকাশের দিকে উড়ে যাচ্ছে ধোঁয়া। সংঘর্ষের অভিঘাতে দাউ দাউ করে জ্বলছে কয়েকটি ভবন।

১২ ২০
Toxic Smoke, Flames, and Destruction Show shocking War-Like situation Between Iran and Israel

রাতের অন্ধকারে ইজ়রায়েলি হানায় পুড়ছে ইরানের একটি কাঠামো। ধ্বংসের সেই দৃশ্য দেখছেন সাধারণ মানুষ। তৈরি হয়েছে যানজট।

১৩ ২০
Toxic Smoke, Flames, and Destruction Show shocking War-Like situation Between Iran and Israel

সোমবার ভোরের দিকে তেল আভিভ এবং ইজ়রায়েলি বন্দর শহর হাইফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান। কমপক্ষে আট জন নিহত হন সেই হামলায়। ধ্বংস হয় বেশ কিছু ভবন। ইরানি হানায় ইজ়রায়েলে একটি ধ্বংসস্তূপে উদ্ধারকাজ চালাচ্ছেন উদ্ধারকারীরা।

১৪ ২০
Toxic Smoke, Flames, and Destruction Show shocking War-Like situation Between Iran and Israel

ইজ়রায়েলে আরও একটি ভবন গুঁড়িয়ে গিয়েছে। সেখানেও ধ্বংসাবশেষ সরিয়ে দেখেছেন দুই উদ্ধারকারী।

১৫ ২০
Toxic Smoke, Flames, and Destruction Show shocking War-Like situation Between Iran and Israel

ইরানের পাল্টা হামলার আঁচ। ইজ়রায়েলের একটি এলাকার বাড়িঘর ক্ষতির মুখে পড়েছে। বহু ভবনের ছাদ উড়েছে।

১৬ ২০
Toxic Smoke, Flames, and Destruction Show shocking War-Like situation Between Iran and Israel

ইরানের সঙ্গে সংঘর্ষ ইজ়রায়েলের আকাশকেও যেন ঢেকে দিয়েছে বিষাক্ত বাষ্পে। নীল আকাশের দেখা মেলা ভার। বোমা, ক্ষেপণাস্ত্র, ড্রোনে প্রায় সর্ব ক্ষণ কালো ধোঁয়ায় ছেয়ে ইজ়রায়েলের আকাশ।

১৭ ২০
Toxic Smoke, Flames, and Destruction Show shocking War-Like situation Between Iran and Israel

কেউ আপনজনকে হারিয়েছেন। কেউ ভিটেমাটি খুইয়েছেন। সংঘাতের অভিশাপে ধ্বংস ইজ়রায়েলি ভবনের সামনে দাঁড়িয়ে সাধারণ মানুষ।

১৮ ২০
Toxic Smoke, Flames, and Destruction Show shocking War-Like situation Between Iran and Israel

ক্লান্ত। বেলাশেষে উদ্ধারকাজ চালিয়ে বিধ্বস্ত এক ইজ়রায়েলি উদ্ধারকর্মী।

১৯ ২০
Toxic Smoke, Flames, and Destruction Show shocking War-Like situation Between Iran and Israel

ইরানের হামলায় চূর্ণবিচূর্ণ ইজ়রায়েলের বেশ কয়েকটি বাড়ি। গাছপালা পুড়ে গিয়েছে। উদ্ধারকাজে নেমেছে দমকল।

২০ ২০
Toxic Smoke, Flames, and Destruction Show shocking War-Like situation Between Iran and Israel

এর পর? ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস কয়ে যাওয়া কয়েকটি গাড়ির পাশে দাঁড়িয়ে রয়েছেন জনা পাঁচেক ইজ়রায়েলি জওয়ান। পরবর্তী কৌশল ঠিক করছেন তাঁরা?

সব ছবি: রয়টার্স।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy