
প্রথমে রেললাইনে বিস্ফোরণ। তার পর দু’পারের পাহাড় থেকে নেমে এসে আস্ত্রেয়াস্ত্র হাতে যাত্রীবোঝাই ট্রেনে উঠে পড়া। এ ভাবেই পেশোয়ারগামী জাফর এক্সপ্রেসকে অপহরণ করেন স্বাধীনতাকামী বিদ্রোহী গোষ্ঠী ‘বালোচ লিবারেশন আর্মি’ (বিএলএ)। দক্ষিণ-পশ্চিম পাক ভূখণ্ড বালোচিস্তানের এই ঘটনায় শিউরে উঠেছে গোটা দুনিয়া। ট্রেন ছিনতাইয়ের এই ঘটনাকে ইতিমধ্যেই বিরলতম বলে আখ্যা দিয়েছেন বিশ্লেষকেরা।

তথ্য বলছে, গত ১০০ বছরে যাত্রীবোঝাই ট্রেন অপহরণ হয়েছে আর মাত্র এক বার। সে বার ঘটনাস্থল ছিল চিন। শুধু তা-ই নয়, পণবন্দি যাত্রীদের উদ্ধার করতে রীতিমতো কালঘাম ছুটে যায় বেজিঙের। এর জন্য সময় লেগেছিল পাক্কা এক মাস সাত দিন। তাৎপর্যপূর্ণ বিষয় হল, শতবর্ষ পর একই রকমের ঘটনা ঘটল ড্রাগনের ‘অভিন্নহৃদয় বন্ধু’ পাকিস্তানে। যদিও পণবন্দি উদ্ধারে বেশি সময় নেয়নি ইসলামাবাদ।