‘হাইপারসনিক’ ক্ষেপণাস্ত্রের দুনিয়ায় পা রাখল তুরস্ক। আঙ্কারার এ-হেন শক্তি বৃদ্ধিতে দক্ষিণ ইউরোপ এবং মধ্য এশিয়ায় পড়ে গিয়েছে শোরগোল। শুধু তা-ই নয়, প্রমাদ গুনছে মার্কিন নেতৃত্বাধীন শক্তিজোট ‘উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা’ বা নেটোর (নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজ়েশন) অন্যতম সদস্য রাষ্ট্র গ্রিস। অত্যাধুনিক হাতিয়ার হাতে পাওয়ায় আগামী দিনে বিশ্ব রাজনীতিতে ‘ইউরোপের রুগ্ন মানুষ’টির দাপাদাপি বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করছেন দুনিয়ার তাবড় আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকেরা।
চলতি বছরের ২২ জুলাই প্রথম বার একটি হাইপারসনিক ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র প্রকাশ্যে আনেন তুর্কি প্রেসিডেন্ট রিচেপ তায়িপ এর্ডোয়ান। হাতিয়ারটির নাম ‘টাইফুন ব্লক-৪’ রেখেছে আঙ্কারার বাহিনী। দেশের অন্যতম বড় শহর ইস্তানবুলে চলা ‘আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্প মেলা ২০২৫’-এ প্রদর্শিত ওই হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের শক্তি নিয়ে ইতিমধ্যেই সামনে এসেছে একাধিক রিপোর্ট।