
‘অপারেশন সিঁদুর’কে কেন্দ্র করে চলা ‘যুদ্ধে’ পাকিস্তানকে সরাসরি সমর্থন। তুরস্কের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে গোটা ভারত। এই আবহে নয়াদিল্লি-আঙ্কারার বাণিজ্যিক সম্পর্ক নিয়ে প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য। এ দেশ থেকে আমদানি করা সামগ্রীতেই নাকি ফৌজি ড্রোন তৈরি করছে ‘ইউরোপের রুগ্ন মানুষ’। তার পর সেগুলি তুলে দেওয়া হচ্ছে ইসলামাবাদের হাতে। ফলে অবিলম্বে রফতানি বন্ধের পক্ষে সুর চড়িয়েছে আমজনতা।

এমনিতেই নয়াদিল্লিকে অস্ত্র বিক্রির ব্যাপারে ‘নাক সিঁটকানি’ আছে আঙ্কারার। ড্রোন সংক্রান্ত প্রতিরক্ষা চুক্তির ব্যাপারে তো সরাসরি ‘না’ বলতে এতটুকু দেরি করেননি তুর্কি প্রেসিডেন্ট রিচেপ তায়িপ এর্ডোয়ান। অথচ ভারত থেকে ফি বছর বিপুল পরিমাণে ইঞ্জিনিয়ারিং সামগ্রী আমদানি করে দক্ষিণ-পূর্ব ইউরোপের এই সাবেক অটোমান রাষ্ট্র। প্রতিরক্ষা বিশ্লেষকদের দাবি, সেগুলি ড্রোন তৈরিতে অনায়াসে ব্যবহার করার সুযোগ রয়েছে তাদের।