ফরাসি দার্শনিক তথা ভবিষ্যৎদ্রষ্টা নস্ট্রাদামুস হোক বা বুলগেরিয়ার ভবিষ্যদ্বক্তা বাবা ভাঙ্গা, নতুন বছর নিয়ে কী বলে গিয়েছেন তা জানতে অধীর আগ্রহে অপেক্ষা করেন অনেকে। ২০২৬ সাল নিয়ে তাঁদের ভবিষ্যদ্বাণী আবারও অনলাইনে ‘ট্রেন্ড’ করছে। এমনকি আধুনিক যুগের ভবিষ্যদ্দ্রষ্টারাও বছরের ভবিষ্যৎ বদলানোর ট্রেন্ডে নাম জুড়েছেন।
বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী অনুযায়ী, ২০২৬ সালে একটি বড় বৈশ্বিক সংঘাতের আশঙ্কা রয়েছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তিনি নাকি দাবি করে গিয়েছিলেন, চলতি বছরে বিশ্বের পূর্ব প্রান্তে একটি বড় আকারের যুদ্ধ শুরু হবে। ধীরে ধীরে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চিনের মতো প্রধান বিশ্বশক্তিগুলি সেই যুদ্ধে জড়িয়ে পড়বে। অনেকেই মনে করছেন, আদতে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কার কথাই শুনিয়ে গিয়েছেন বাবা।
ফ্রান্সের বিখ্যাত দার্শনিক তথা ভবিষ্যদ্দ্রষ্টা ছিলেন নস্ট্রাদামুস। ১৫৫৫ সালে তাঁর লেখা বই ‘লে প্রফেটিস’-এর জন্য তিনি বিখ্যাত। সেই বইটিতে ছিল ৯৪২টি কবিতার সঙ্কলন, যার মাধ্যমে তিনি ভবিষ্যতে ঘটবে এমন বিভিন্ন ঘটনা সম্পর্কে আগাম বলে গিয়েছেন। মনে করা হয়, তাঁর ভবিষ্যদ্বাণীগুলির মধ্যে অনেকগুলিই সত্যি বলে প্রমাণিত হয়েছে।
চলতি বছরের জন্য নস্ট্রাদামুসের সবচেয়ে অদ্ভুত ভবিষ্যদ্বাণীগুলির মধ্যে একটি হল, পৃথিবী জুড়ে ‘মৌমাছির একটি বিশাল ঝাঁক’-এর দেখা দেওয়া। আধুনিক ব্যাখ্যা অনুযায়ী, ফরাসি দার্শনিক মৌমাছি বলতে সম্ভবত একটি রহস্যময় রোগের প্রাদুর্ভাবের ইঙ্গিত দিয়ে গিয়েছেন। পাশাপাশি সুইৎজ়ারল্যান্ডের একটি অংশে রক্তনদীর ধারা বইবে বলেও নাকি ভবিষ্যৎ বাতলে গিয়েছেন নস্ট্রাদামুস।
বাবা ভাঙ্গা, নস্ট্রাদামুস বা ‘লিভিং নস্ট্রাদামুস’-এর জনপ্রিয়তা সত্ত্বেও, তাঁদের ভবিষ্যদ্বাণীগুলির কোনওটিই যাচাই করা হয়নি। বিশেষজ্ঞেরা বলছেন, কোনও ভবিষ্যদ্বাণীকে নির্ভরযোগ্য হিসাবে বিবেচনা করার জন্য ঘটনার আগে স্পষ্ট বিবরণ রেকর্ড থাকা উচিত এবং একাধিক স্বাধীন উৎস দ্বারা নিশ্চিত হওয়া উচিত। ২০২৬ সালের কোনও ভবিষ্যদ্বাণীই সেই মানদণ্ড পূরণ করে না।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or
By proceeding you agree with our Terms of service & Privacy Policy