আরব দুনিয়ায় ফের মুখ পুড়ল পাকিস্তানের। গণহারে ইসলামাবাদের ভিসা বাতিল করছে সংযুক্ত আরব আমিরশাহি। শুধু তা-ই নয়, পশ্চিমের প্রতিবেশী দেশটির পাসপোর্টের উপর একরকম নিষেধাজ্ঞার ‘রবার স্ট্যাম্প’ বসিয়ে দিয়েছে তারা। ফলে ব্যবসা হোক বা পর্যটন, কোনও কিছুর জন্যই দুবাই, শারজা ও আবু ধাবির মতো উপসাগরীয় শহরগুলিতে আপাতত যেতে পারবেন না পকিস্তানের সাধারণ বাসিন্দারা। অতীতেও একই পদক্ষেপ করতে দেখা গিয়েছে সৌদি আরবকে।
চলতি বছরের ২৭ নভেম্বর আমিরশাহির ভিসা নীতি নিয়ে একটি বিস্ফোরক প্রতিবেদন প্রকাশ করে পাকিস্তানের জনপ্রিয় গণমাধ্যম ‘দ্য ডন’। সেখানে বলা হয়েছে, গোটা বিষয়টিতে যথেষ্ট উদ্বিগ্ন স্বরাষ্ট্র মন্ত্রক। পাক সংসদ ‘মজলিশ-ই-সুরা’র উচ্চকক্ষ সেনেটকে পরিস্থিতির কথা জানিয়েছেন তারা। এর প্রভাবে ইসলামাবাদ-আবু ধাবির দ্বিপাক্ষিক সম্পর্ক খারাপ হতে পারে বলেও মনে করছে আন্তর্জাতিক মহল।