
ইরান-ইজ়রায়েল যুদ্ধে আমেরিকার মেগা এন্ট্রি! সাবেক পারস্য দেশের আকাশে দাপিয়ে বেড়াল কৌশলগত মার্কিন বোমারু বিমান ‘বি-২ স্পিরিট’। শিয়া মুলুকের তিনটি পরমাণুকেন্দ্রকে নিশানা করেছে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী। এই লড়াইয়ের সূচনা অবশ্য হয়েছে ইহুদিদের হাত ধরে। চলতি বছরের জুনের মাঝামাঝি তেহরানের বিরুদ্ধে সংঘর্ষের বিউগল বাজিয়ে দেয় তেল আভিভ। যুদ্ধ শুরুর জন্য এই সময়কে কেন বেছে নিল ইজ়রায়েল? এর জন্য কত দিনের প্রস্তুতি নিয়েছেন ইহুদি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু? দুনিয়া জুড়ে চলছে তার চুলচেরা বিশ্লেষণ।

প্রতিরক্ষা বিশ্লেষকদের দাবি, ইজ়রায়েলি বায়ুসেনার ইরান আক্রমণ দীর্ঘ দিনের পরিকল্পনার ফল। রাগে অন্ধ হয়ে মোটেই এই যুদ্ধে ঝাঁপ দেয়নি ইহুদিরা। বছরের পর বছর ধরে এর জন্য পরিকল্পনা করে গিয়েছে তেল আভিভ। পাশাপাশি, তেহরানের ‘হাঁড়ির খবর’ নিঃশব্দে সংগ্রহ করতে কোমর বেঁধে লেগেছিল ইজ়রায়েলি গুপ্তচরবাহিনী মোসাদ। ফলে লড়াইয়ের গোড়াতেই একের পর এক শিয়া ফৌজের শীর্ষ কমান্ডার এবং পরমাণু বিজ্ঞানীকে নিকেশ করতে খুব একটা সমস্যা হয়নি নেতানিয়াহু সরকারের।