দক্ষিণ আমেরিকায় (পড়ুন ল্যাটিন আমেরিকা) যুদ্ধের দামামা! মাদক-বিরোধী অভিযানের নামে যে কোনও মূহূর্তে ভেনেজ়ুয়েলা আক্রমণ করতে পারে আমেরিকা। ক্যারিবিয়ান সাগরে মার্কিন নৌবাহিনীর সমরসজ্জায় রণডঙ্কা বাজিয়ে দিয়েছে ওয়াশিংটন। অন্য দিকে সংঘর্ষের জন্য পাল্টা প্রস্তুতি সেরে ফেলেছে কারাকাসও। এই আবহে খবরের শিরোনামে রয়েছে যুক্তরাষ্ট্রের দু’টি লড়াকু জেট। সেগুলি হল, এফ-৩৫ লাইটনিং টু এবং এফ-১৬ ফাইটিং ফ্যালকন। সম্ভাব্য সংঘাতে যা দু’তরফে ব্যবহার হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে।
মার্কিন গণমাধ্যম ‘সিএনএন’-এর প্রতিবেদন অনুযায়ী, ভেনেজ়ুয়েলার ভিতরে আঘাত হানতে ‘স্টেল্থ’ শ্রেণির পঞ্চম প্রজন্মের এফ-৩৫ লাইটনিং টু-কে কাজে লাগাতে পারে যুক্তরাষ্ট্রের ফৌজ। সেই লক্ষ্যে লাগাতার মহড়ায় ব্যস্ত রয়েছেন আমেরিকার যোদ্ধা-পাইলটেরা। অন্য দিকে মাঝ-আকাশেই এফ-৩৫কে আটকে দিতে চতুর্থ প্রজন্মের এফ-১৬ নিয়ে প্রত্যাঘাতের জন্য প্রস্তুতি নিয়েছে কারাকাস। তাৎপর্যপূর্ণ বিষয় হল, দু’টি লড়াকু জেটই তৈরি করেছে ওয়াশিংটনের প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাণকারী সংস্থা ‘লকহিড মার্টিন’।