
দেশের অর্থনীতিকে চাঙ্গা করা। সেই সঙ্গে বিপুল কর্মসংস্থান তৈরি। জোড়া লক্ষ্যে অটল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তাই একরকম কোমর বেঁধেই শুল্ক-যুদ্ধে নেমে পড়েছেন তিনি। তবে সব দেখে ভুরু কুঁচকেছেন আর্থিক বিশ্লেষকেরা। তাঁদের দাবি, এই পরিস্থিতি চলতে থাকলে আখেরে লোকসানই হবে যুক্তরাষ্ট্রের। এ ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্প ‘আত্মঘাতী গোল’ করে ফেলছেন বলেও স্পষ্ট করেছেন তাঁরা।