ডলার আধিপত্যবাদের দিন কি শেষ? ধীরে ধীরে কি সেই জায়গার দখল নিচ্ছে চিনা মুদ্রা ‘রেনমিনবি’, যার একককে গোটা দুনিয়া চেনে ইউয়ান নামে? ইতিমধ্যেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত খনিজ তেলের লেনদেনের একটা বড় অংশ দখল করেছে তারা। ফলে লাগাতার ইউয়ানে বৈদেশিক বাণিজ্য বাড়াচ্ছে রাশিয়া, ব্রাজ়িল, আর্জেন্টিনা এবং ইরানের মতো দেশ। পিছিয়ে নেই ভারতও। টাকাকে বিশ্বমুদ্রায় পরিণত করতে আদাজল খেয়ে লেগে পড়েছে রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই।
বর্তমানে ডলার বর্জনকারী প্রথম ১০টি রাষ্ট্রের তালিকার একেবারে নীচে রয়েছে আর্জেন্টিনা। গত কয়েক বছর ধরেই মারাত্মক আর্থিক সমস্যায় ভুগছে দক্ষিণ আমেরিকার এই দেশ। বুয়েনাস আইরেসের মাথার উপর ঝুলছে প্রায় চার হাজার কোটি ডলারের বৈদেশিক ঋণ। ফলে কিছুটা বাধ্য হয়ে আমদানি-রফতানির সিংহভাগ লেনদেনের ক্ষেত্রে চিনা ইউয়ান ব্যবহার করছে তারা। তবে মেসি-মারাদোনার জন্মভূমিতে এখনও পুরোপুরি ব্রাত্য হয়নি মার্কিন মুদ্রা।