আর মাত্র দেড় মাসের অপেক্ষা। আগামী বছরের ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে পুরুষদের আইসিসি টি-২০ বিশ্বকাপ। ভারত ও শ্রীলঙ্কায় বসবে এর আসর। আসন্ন টুর্নামেন্টের জন্য ইতিমধ্যেই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিসিআই। বিশ্বকাপ শেষ হতে না হতেই আইপিএল খেলতে মাঠে নেমে পড়বেন ক্রিকেটাররা। ফলে ওই মেগা টুর্নামেন্টের দলে থাকা কোন খেলোয়াড় কোন ফ্র্যাঞ্চাইজ়ির জার্সিতে রয়েছেন, তা নিয়ে তুঙ্গে উঠেছে জল্পনা।
সম্প্রতি সংযুক্ত আরব আমিরশাহির রাজধানী আবু ধাবিতে অনুষ্ঠিত হয় আইপিএলের মিনি নিলাম। ঠিক তার পরেই বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে বোর্ড। এই দলে মুম্বই ইন্ডিয়ান্সের চার জন খেলোয়াড় রয়েছেন। সেই তালিকায় প্রথমেই আসবে অধিনায়ক সূর্যকুমার যাদবের নাম। গত এক বছর ধরে রানের খরা চলছে তাঁর ব্যাটে। এ বছর একটিও অর্ধশতরান করতে পারেননি তিনি। ২০২৫ সালে ১৯ ম্যাচে মাত্র ২১৮ রান করেছেন তিনি। গড় ১৩.৬২। তাঁর এ-হেন ফর্ম চিন্তায় রেখেছে হেড কোচ গৌতম গম্ভীরকেও।