Who is Spain's future queen Princess Leonor, whom footballer gavi rejected dgtl
Princess of Spain
রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী, সিংহাসনে বসা সময়ের অপেক্ষা, ফুটবল তারকাকে হৃদয় দিয়ে প্রত্যাখ্যাত ভাবী রানি!
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ অগস্ট ২০২৫ ১০:০৫
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৭
প্রস্তাব গ্রহণ করলে রাজকন্যা ও রাজত্ব দুই-ই অনায়াসে হাতে চলে আসতে পারত। কিন্তু কেরিয়ারের জন্য রাজকন্যার প্রেমপ্রস্তাব দূরে ঠেলে দিয়েছিলেন। মাত্র ১৯ বছর বয়সে রাজকুমারী হাবুডুবু খেয়েছিলেন বার্সেলোনা ও স্পেনের জার্সিতে খেলা ফুটবলার পাবলো মার্টিন পায়েজ় গাভিরা ওরফে গাভির প্রেমে। কিন্তু আপাতত ফুটবলেই মনোনিবেশ করতে বেশি আগ্রহী স্প্যানিশ ফুটবলার।
০২১৭
যে-সে রাজকন্যা নয়, খোদ নিজের দেশেরই রাজকন্যার প্রেমের আবেদন হেলায় প্রত্যাখ্যান করেছিলেন গাভি। তিনি প্রিন্সেস লেওনর। স্পেনের রাজকন্যা। ডাকসাইটে সুন্দরী বললে কম বলা হয়। ‘বিউটি উইথ ব্রেন’ উপমাটি যেন তাঁর জন্যই তৈরি। রাজকুমারী লেওনর স্পেনের রাজসিংহাসনের সম্ভাব্য উত্তরাধিকারী।
০৩১৭
রাজা ষষ্ঠ ফিলিপ এবং রানি লেতিজ়িয়ার জ্যেষ্ঠা কন্যা লেওনর। রাজা ষষ্ঠ ফিলিপের পর স্পেনের রাজসিংহাসনে বসতে পারেন তিনি। ২০০৫ সালের ৩১ অক্টোবর মাদ্রিদে জন্মগ্রহণ করেন লেওনর। ঐতিহ্যবাহী বুরবোঁ রাজপরিবারের সদস্য তিনি। ইউরোপের অন্যতম প্রভাবশালী শাসকগোষ্ঠী এই বুরবোঁ পরিবার।
০৪১৭
‘আস্তুরিয়াসের রাজকুমারী’— এই নামেই বেশি পরিচিত লেওনর। স্পেনের ভবিষ্যৎ রানি হিসাবে সিংহাসনে বসার প্রস্তুতি ইতিমধ্যেই নেওয়া শুরু করেছেন তিনি। ২০১৯ সালে মাত্র ১৪ বছর বয়সে তিনি প্রথম একক বক্তৃতা করেন। ২০২৩ সালে আঠারোয় পা রাখেন লেওনর।
০৫১৭
সেই বছর স্প্যানিশ পার্লামেন্টে আনুষ্ঠানিক ভাবে সংবিধানের প্রতি আনুগত্যের শপথ নিতে হয় রাজকুমারীকে। তার পর কংগ্রেস এবং সেনেটের পদ গ্রহণ করেন তিনি। ওয়েলসের গ্ল্যামারগানের একটি বোর্ডিং স্কুল থেকে স্কুলজীবন সমাপ্ত করেন স্পেনের ভাবী রানি।
০৬১৭
ইংল্যান্ডের খ্যাতনামা ইউডব্লিউসি আটলান্টিক থেকে স্নাতক হন। সেখান থেকে তিনি আন্তর্জাতিক স্তরে স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন। ২০২৩ সালের মে মাসে তিনি স্নাতক হন। দেশি-বিদেশি বেশ কয়েকটি ভাষায় দড় রাজকুমারী। স্প্যানিশ, ইংরেজি ছাড়াও চিনা ও আরবি ভাষায় দিব্যি কথা বলতে পারেন তিনি।
০৭১৭
স্নাতক হওয়ার পর রাজকুমারীকে তিন বছরের একটি কঠোর সামরিক প্রশিক্ষণ কর্মসূচিতে যোগদান করতে হয়েছে। স্প্যানিশ সিংহাসনের প্রত্যেক উত্তরাধিকারীর জন্য এই সেনা প্রশিক্ষণটি ঐতিহ্যের প্রতীক। সিংহাসনের দাবিদারকে এই ঐতিহ্যটি বহন করে নিয়ে যেতে হয়। রাজকন্যা হলেও লেওনর এর ব্যতিক্রম হননি।
০৮১৭
আপাতত তিনি জ়ারাগোজ়ার জেনারেল মিলিটারি অ্যাকাডেমিতে তাঁর প্রশিক্ষণের প্রথম ধাপটি সম্পূর্ণ করেছিলেন। সেখানে তিনি ক্যাডেট বুরবোঁ নামে পরিচিত ছিলেন। বর্তমানে লেওনর নেভাল মিলিটারি অ্যাকাডেমিতে নৌ-বাহিনীর প্রশিক্ষণ নিচ্ছেন। পরবর্তী প্রশিক্ষণের ধাপটি আরম্ভ হবে বায়ুসেনায়। সেটি তাঁর প্রশিক্ষণের অন্তিম ধাপ বলে বিবেচিত হবে।
০৯১৭
২০১৪ সালে তাঁকে ফিলিপের যোগ্য সম্ভাব্য উত্তরসূরি হিসাবে ঘোষণা করার পর থেকে প্রিন্সেস অফ আস্তুরিয়াস ফাউন্ডেশনের সভাপতির পদের দায়িত্বে রয়েছেন রাজকুমারী। প্রিন্সেস অফ আস্তুরিয়াস ছাড়াও একাধিক উপাধি জুড়েছে রাজকুমারীর মুকুটে।
১০১৭
স্পেনের জনগণ এক দিকে যেমন তাঁর সৌন্দর্য এবং বুদ্ধিমত্তায় মুগ্ধ, তেমনি স্পেনের রাজপরিবারের ভাবমূর্তি ফিরিয়ে আনার জন্য লেওনরের ব্যক্তিত্বের উপরই ভরসা রেখেছেন বর্তমান রাজা ফিলিপ। রাজকুমারী তাঁর প্রথম ভাষণে বলেছিলেন, স্পেন ও আস্তুরিয়াস এই শব্দ দু’টি তাঁর হৃদয়ের গভীর পর্যন্ত সংযুক্ত। স্পেনীয়দের সেবায় নিজেকে সর্বান্তকরণে উৎসর্গ করার অঙ্গীকারও করেন তিনি। সেই থেকে স্পেনের জনগণের নয়নের মণি হয়ে উঠেছেন এই রাজকন্যা।
১১১৭
২০১৪ সালে লেওনরের দাদু ও তৎকালীন রাজা হুয়ান কার্লোসের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ ওঠে। তাঁর বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ ওঠে। একই সঙ্গে কার্লোসের জার্মান প্রেমিকা ও রাজকুমারী করিনা জু সেইন-উইটজ়েনস্টাইন হয়রানির অভিযোগ তোলেন।
১২১৭
সেই সমস্ত অভিযোগ প্রকাশ্যে আসার পর আট বছর আগে সিংহাসনের দাবি ত্যাগ করে আবু ধাবিতে আত্মগোপন করেন কার্লোস। আর্থিক কেলেঙ্কারির মামলাগুলি পরবর্তী কালে লঘু হলেও পরে আর মাতৃভূমিতে ফেরত আসেননি পলাতক প্রাক্তন রাজা। সেই ঘটনার পরই স্পেনের রাজার পদে সিংহাসনে কার্লোসের উত্তরাধিকারী ও পুত্র ষষ্ঠ ফিলিপ। রাজকুমারী হন লেওনর।
১৩১৭
ফিলিপের পর স্বাভাবিক ভাবেই সিংহাসনের দাবিদার হতে চলেছেন ফিলিপের প্রথম সন্তান লেওনর। প্রায় ১৭০ বছর আগে স্পেনের সিংহাসনের শেষ বার একক ভাবে উত্তরাধিকারী হিসাবে রাজত্ব করে গিয়েছিলেন রানি দ্বিতীয় ইসাবেলা। রানি ঘোষণা করা হলে লেওনর হবেন স্পেনের সিংহাসনে বসা দ্বিতীয় মহিলা শাসক।
১৪১৭
এত দায়িত্ব, পদের গুরুভার সামলেও ফুটবলের প্রতি ভালবাসা এতটুকু কমেনি রাজকন্যার। নানা সময় ফুটবল মাঠে দেখা গিয়েছে লেওনরকে। নিয়মিত ফুটবল মাঠে যেতে যেতেই গাভির প্রতি অনুরক্ত হয়ে পড়েন রাজপরিবারের এই সদস্যা, এমনটাই গুজব রটে যায় স্পেন জুড়ে। স্পেনীয় সংবাদমাধ্যগুলিতে মাঝে জোর চর্চা শুরু হয় তাঁদের সম্পর্ক নিয়ে।
১৫১৭
স্পেনের রাজকন্যা, সুন্দরী লেওনর শুধু গাভিকে মনই দেননি। তাঁদের একসঙ্গে ডেটে যাওয়ার খবরও প্রচারিত হয়েছে সমাজমাধ্যমে ও সংবাদমাধ্যমে। রাজকন্যা ফুটবলারের প্রেমে এতই মশগুল যে গাভির প্রচুর ছবি কম্পিউটারে একটি আলাদা ফোল্ডার করে রেখেছেন বলেও খবর। একান্তে দেখা করে গাভিকে প্রেমের প্রস্তাবও দিয়েছেন লেওনর, এমন রটনাও বাতাসে ভেসে বেড়াতে শোনা গিয়েছে।
১৬১৭
দুই ভিন্ন মেরুর বাসিন্দার প্রেমের জল্পনা আরও বাড়িয়ে তুলেছে একটি বিশেষ ছবি। সেখানে দেখা গিয়েছে রাজা ষষ্ঠ ফিলিপের হাতে ধরা একটি জার্সিতে সই করছেন সেই ম্যাচের সেরা ফুটবলার গাভি। শোনা যায় মেয়ের জন্য জার্সিটি চেয়ে নিয়েছিলেন স্বয়ং স্পেনের রাজা।
১৭১৭
৯ নম্বরটি হল গাভির জার্সি নম্বর। এর আগে ১০ নম্বর ও গাভির নাম খোদাই করা স্পেনের জার্সি হাতে লেওনরকে দেখা গিয়েছে সমাজমাধ্যমে। রাজকন্যার প্রেমের প্রস্তাব হেলায় নাকচ করেছেন স্পেনের তারকা ফুটবলার। ২১ বছর বয়সি এই মিডফিল্ডারের এক বান্ধবীও রয়েছে। তাঁর সঙ্গে সম্পর্ক বজায় রাখতেই বেশি আগ্রহী গাভি।