মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তিপ্রস্তাবে ‘সিলমোহর’। গাজ়া যুদ্ধে আপাতত দাঁড়ি টানল ইজ়রায়েল এবং হামাস। শুধু তা-ই নয়, সন্ধির শর্ত মেনে পণবন্দি ইহুদিদের ফিরিয়ে দিয়েছে প্যালেস্টাইনপন্থী সশস্ত্র সংগঠন। ফলে তেল আভিভ বা হাইফার মতো ইজ়রায়েলি শহরগুলিতে শুরু হয়েছে উৎসব। ট্রাম্পের নামে জয়ধ্বনি দিচ্ছে সেখানকার আমজনতা। পাশাপাশি, যুক্তরাষ্ট্রের বর্ষীয়ান প্রেসিডেন্টের সঙ্গে ইতিহাসখ্যাত ‘সাইরাস দ্য গ্রেট’-এর তুলনাও টেনেছেন তাঁরা।
চলতি বছরের ১৩ অক্টোবর গাজ়া যুদ্ধের সমাপ্তি এবং বন্দি প্রত্যর্পণের বিষয়টি স্পষ্ট হতেই ইজ়রায়েলি শহরগুলিতে পদযাত্রা করেন সেখানকার বাসিন্দাদের একাংশ। তাঁদের কারও কারও হাতে ছিল ব্যানার-প্ল্যাকার্ড। সেখানে ট্রাম্পের ছবির পাশে লেখা আছে তিনটি শব্দ, ‘মহান সাইরাস জীবিত’। ইহুদিদের এই বিজয় মিছিল দেখে স্বাভাবিক ভাবেই উঠেছে একটি প্রশ্ন— কে এই ‘মহান সাইরাস’? তাঁর সঙ্গে ইজ়রায়েলের সম্পর্কই বা কী?