বিজেপি নেতাদের সঙ্গে কুখ্যাত গ্যাংস্টারের ছবি প্রকাশ্যে আসতেই অস্বস্তিতে কর্নাটক বিজেপি। বেঙ্গালুরু সেন্ট্রালের বিজেপি সাংসদ পিসি মোহন সোমবার এ প্রসঙ্গে বলেন, “রবিবার রক্তদান শিবিরে সুনীলের সঙ্গে এক মঞ্চ শেয়ার করার বিষয় নিয়ে অনুতপ্ত আমরা। বিষয়টি ভুল হয়েছে।” অন্য দিকে, বিজেপি বিধায়ক উধয় গারুদাচারের দাবি, সুনীল তাঁর বন্ধু ঠিকই। কিন্তু তিনি যে মোস্ট ওয়ান্টেড দুষ্কৃতী ‘সাইলেট সুনীল’ সেটা জানতেন না।
২০০৫ সালে ওয়েক্কিনা কন্নু রাজেন্দ্র নামে এক ব্যক্তিকে খুনের ঘটনায় সুনীলের নাম প্রকাশ্যে আসে। সম্প্রতি বেঙ্গালুরু পুলিশ ৮৩ জন দুষ্কৃতীর একটি তালিকা জারি করেছে। তার মধ্যে সাইলেন্ট সুনীলের নামও রয়েছে। যত বারই পুলিশ সুনীলকে গ্রেফতার করতে গিয়েছে, তত বারই ব্যর্থ হয়েছে। সূত্রের খবর, সুনীলের নেটওয়ার্ক এতটাই পোক্ত যে, পুলিশ অভিযানের খবর তাঁর কাছে আগেই পৌঁছে যায়।