ধনকুবের শিল্পপতি থেকে বিশ্বের তাবড় তাবড় রাষ্ট্রনেতা। বিত্তবান ক্ষমতাশালীদের মধ্যে রয়েছে সুইস ব্যাঙ্কের ভল্টে টাকা বা সোনা গচ্ছিত রাখার প্রবণতা। কেন নিজের দেশের ব্যাঙ্ককে ভরসা করেন না তাঁরা? ‘কালো টাকা’ লুকিয়ে রাখতেই কি ব্যবহার করা হয় এই ইউরোপীয় দেশটির যাবতীয় ব্যাঙ্ক? সুইৎজ়ারল্যান্ডের ব্যাঙ্কিং ব্যবস্থা নিয়ে যাবতীয় প্রশ্নের জবাব রইল আনন্দবাজার ডট কম-এর এই প্রতিবেদনে।
সুইস ব্যাঙ্কে টাকা রাখার সবচেয়ে বড় সুবিধা হল এর গোপনীয়তা। গ্রাহকের কোনও তথ্য কখনওই ফাঁস করে না তারা। ফলে কোন ব্যক্তি কখন, কত টাকা সেখানে রাখছেন, তা জানার উপায় নেই। দ্বিতীয়ত, ফ্রান্স, জার্মানি এবং অস্ট্রিয়া দিয়ে ঘেরা স্থলবেষ্টিত সুইৎজ়ারল্যান্ড একটি ‘নিরপেক্ষ’ দেশ। ফলে এক দিকে যেমন যে কেউ সেখানে টাকা রাখতে পারেন, অন্য দিকে তেমনই সেই অর্থ বেহাত হওয়ার বা কোনও সামরিক জোটে চলে যাওয়ার ঝুঁকি নেই।