কোথাও যুদ্ধ। কোথাও আবার ঘরোয়া কোন্দলে জ্বলছে দেশ। বিশ্বের বিভিন্ন প্রান্তে অশান্তির জেরে জটিল হচ্ছে ভূ-রাজনীতি। এর জেরে স্বর্ণভান্ডারের মজুত বৃদ্ধির দিকে নজর দিয়েছে ভারত-সহ দুনিয়ার তাবড় উন্নত রাষ্ট্র। ফলে আন্তর্জাতিক বাজারে হু-হু করে বাড়ছে ‘হলুদ ধাতু’র দাম। এই পরিস্থিতিতেও বিন্দুমাত্র হেলদোল নেই কানাডার। উল্টে সোনার প্রতি অটোয়ার একরকম ‘অরুচি’ ধরে গিয়েছে বলা যেতে পারে, যা দেখে বিস্মিত আর্থিক বিশ্লেষক মহল।
বর্তমানে বিশ্বের চতুর্থ বৃহত্তম স্বর্ণ উত্তোলনকারী দেশ হল কানাডা। প্রতি বছর প্রায় তিন হাজার কোটি ডলারের ‘হলুদ ধাতু’ বিশ্ববাজারে বিক্রি করে অটোয়া। উত্তর আমেরিকার দেশটির জি-৭ গোষ্ঠীর সদস্যপদ রয়েছে। কিন্তু মজার ব্যাপার হল, সংশ্লিষ্ট সংগঠনের মধ্যে একমাত্র কানাডার হাতে নেই কোনও স্বর্ণভান্ডার। শুধু তা-ই নয়, আপাতত এর কোনও প্রয়োজন নেই বলে জানিয়ে দিয়েছে অটোয়ার অর্থ মন্ত্রক।