Advertisement
১০ ডিসেম্বর ২০২৩
World's Most Successful Film Star

ছবি থেকে আয় ২৫ লক্ষ কোটি! উপার্জনের নিরিখে শাহরুখ থেকে টম ক্রুজ়দেরও ছাপিয়ে গেলেন কোন তারকা?

অভিনয়জগতে এমন এক তারকা রয়েছেন যিনি কোনও ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় না করলেও তাঁর উপার্জন টলিউড, বলিউড এমনকি হলিউডের অভিনেতাদেরও হার মানায়।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৩ ১৩:০৯
Share: Save:
০১ ১৩
বলিউডে উপার্জনের নিরিখে অভিনেতাদের মধ্যে প্রথম সারিতে রয়েছেন শাহরুখ খান, সলমন খান, আমির খান, অক্ষয় কুমারের মতো তারকারা।

বলিউডে উপার্জনের নিরিখে অভিনেতাদের মধ্যে প্রথম সারিতে রয়েছেন শাহরুখ খান, সলমন খান, আমির খান, অক্ষয় কুমারের মতো তারকারা।

ছবি: সংগৃহীত।

০২ ১৩
পিছিয়ে নেই দক্ষিণী ফিল্মজগতের তারকারাও। রজনীকান্ত থেকে প্রভাস, বিজয়েরা উপার্জনের দিক থেকে অনেকটাই এগিয়ে রয়েছেন।

পিছিয়ে নেই দক্ষিণী ফিল্মজগতের তারকারাও। রজনীকান্ত থেকে প্রভাস, বিজয়েরা উপার্জনের দিক থেকে অনেকটাই এগিয়ে রয়েছেন।

ছবি: সংগৃহীত।

০৩ ১৩
হলিউডের দিকে তাকালে টম ক্রুজ়, ক্রিস হেমসওয়ার্থ, রবার্ট ডাউনি জুনিয়রের আয়ের পরিমাণ তাক লাগানো।

হলিউডের দিকে তাকালে টম ক্রুজ়, ক্রিস হেমসওয়ার্থ, রবার্ট ডাউনি জুনিয়রের আয়ের পরিমাণ তাক লাগানো।

ছবি: সংগৃহীত।

০৪ ১৩
কিন্তু এমনও এক তারকা রয়েছেন যিনি কোনও ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় না করলেও তাঁর উপার্জন টলিউড, বলিউড এমনকি হলিউডের অভিনেতাদেরও হার মানায়।

কিন্তু এমনও এক তারকা রয়েছেন যিনি কোনও ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় না করলেও তাঁর উপার্জন টলিউড, বলিউড এমনকি হলিউডের অভিনেতাদেরও হার মানায়।

ছবি: সংগৃহীত।

০৫ ১৩
তবে পারিশ্রমিকের ভিত্তিতে নয়, বক্স অফিসে উপার্জনের নিরিখে সকল অভিনেতার তুলনায় এগিয়ে রয়েছেন সে তারকা।

তবে পারিশ্রমিকের ভিত্তিতে নয়, বক্স অফিসে উপার্জনের নিরিখে সকল অভিনেতার তুলনায় এগিয়ে রয়েছেন সে তারকা।

ছবি: সংগৃহীত।

০৬ ১৩
সংবাদ সংস্থা সূত্রে খবর, বক্স অফিস থেকে ২৫ লক্ষ কোটি টাকা উপার্জন করেছেন এই তারকা।

সংবাদ সংস্থা সূত্রে খবর, বক্স অফিস থেকে ২৫ লক্ষ কোটি টাকা উপার্জন করেছেন এই তারকা।

ছবি: সংগৃহীত।

০৭ ১৩
বক্স অফিসে সবচেয়ে বেশি উপার্জন করে যিনি নজির গড়েছেন তিনি আর কেউ নন, হলিউডের প্রথম সারির ছবিনির্মাতা এবং মার্ভেল কমিকজগতের স্রষ্টা স্ট্যান লি।

বক্স অফিসে সবচেয়ে বেশি উপার্জন করে যিনি নজির গড়েছেন তিনি আর কেউ নন, হলিউডের প্রথম সারির ছবিনির্মাতা এবং মার্ভেল কমিকজগতের স্রষ্টা স্ট্যান লি।

ছবি: সংগৃহীত।

০৮ ১৩
১৯৮৯ সালে ‘দ্য ট্রায়াল অফ দ্য ইনক্রেডিবল হাল্ক’ ছবিতে প্রথম অভিনয় করেন স্ট্যান। ক্যামিয়ো চরিত্রে অভিনয় করতে দেখা যায় তাঁকে।

১৯৮৯ সালে ‘দ্য ট্রায়াল অফ দ্য ইনক্রেডিবল হাল্ক’ ছবিতে প্রথম অভিনয় করেন স্ট্যান। ক্যামিয়ো চরিত্রে অভিনয় করতে দেখা যায় তাঁকে।

ছবি: সংগৃহীত।

০৯ ১৩
মার্ভেল সিরিজ়ের একাধিক ছবিতে ক্ষণিকের জন্য অভিনয় করতেন স্ট্যান। ‘এক্স-মেন’, ‘স্পাইডারম্যান’, ‘হাল্ক’ সিরিজ়ের কোনও কোনও ছবিতে ক্যামিয়ো চরিত্রে অভিনয় করেছেন স্ট্যান।

মার্ভেল সিরিজ়ের একাধিক ছবিতে ক্ষণিকের জন্য অভিনয় করতেন স্ট্যান। ‘এক্স-মেন’, ‘স্পাইডারম্যান’, ‘হাল্ক’ সিরিজ়ের কোনও কোনও ছবিতে ক্যামিয়ো চরিত্রে অভিনয় করেছেন স্ট্যান।

ছবি: সংগৃহীত।

১০ ১৩
মার্ভেল ফিল্ম সিরিজ়ের সঙ্গে যুক্ত নয় এমন ছবিতেও অভিনয় করেছেন স্ট্যান।

মার্ভেল ফিল্ম সিরিজ়ের সঙ্গে যুক্ত নয় এমন ছবিতেও অভিনয় করেছেন স্ট্যান।

ছবি: সংগৃহীত।

১১ ১৩
২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত রোম্যান্টিক-কমেডি ঘরানার ‘দ্য প্রিন্সেস ডায়েরি ২: রয়্যাল এনগেজমেন্ট’ ছবিতে ক্যামিয়ো চরিত্রে অভিনয় করেন স্ট্যান।

২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত রোম্যান্টিক-কমেডি ঘরানার ‘দ্য প্রিন্সেস ডায়েরি ২: রয়্যাল এনগেজমেন্ট’ ছবিতে ক্যামিয়ো চরিত্রে অভিনয় করেন স্ট্যান।

ছবি: সংগৃহীত।

১২ ১৩
২০১৯ সালে শেষ বড় পর্দায় অভিনয় করতে দেখা যায় স্ট্যানকে। ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এ ক্যামিয়ো চরিত্রে দেখা যায় তাঁকে।

২০১৯ সালে শেষ বড় পর্দায় অভিনয় করতে দেখা যায় স্ট্যানকে। ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এ ক্যামিয়ো চরিত্রে দেখা যায় তাঁকে।

ছবি: সংগৃহীত।

১৩ ১৩
২০১৮ সালে ১২ নভেম্বর ৯৫ বছর বয়সে মারা যান মার্ভেল কমিকসের স্রষ্টা স্ট্যান।

২০১৮ সালে ১২ নভেম্বর ৯৫ বছর বয়সে মারা যান মার্ভেল কমিকসের স্রষ্টা স্ট্যান।

ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE