চাকরি না পেয়ে হাজার হাজার চিনা তরুণ-তরুণী কাজের ভান করে প্রতি দিন অফিস দৌড়োচ্ছেন। নিজের গাঁটের কড়ি খরচ করে ‘অফিস-অফিস’ খেলায় মেতেছে চিনের তরুণ প্রজন্ম। পড়শি এই দেশে ক্রমেই সঙ্কুচিত হচ্ছে কাজের বাজার। সে দেশের কর্মক্ষম তরুণ-তরুণীদের মধ্যে ১৪ শতাংশের হাতে কোনও চাকরি নেই বলে একটি সংবাদ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।