Advertisement
২৬ এপ্রিল ২০২৪

বিভেদ B লেখার প্রকারভেদ

রবিবাসরীয় ম্যাগাজিন
কলকাতা শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০১৪ ১৬:৩২
Share: Save:

এক যে ছিল শেয়াল
তার বাপ দিচ্ছে দেয়াল
দেয়ালের ও-দিকে বিশ্ব
অ্যাক্কেরে অস্পৃশ্য

• মানুষ পাখির মতো উড়তে শিখল, মাছের মতো সাঁতরাতে শিখল, কিন্তু বিভেদ ভুলে ভাইয়ের মতো থাকতে শিখল না।
মার্টিন লুথার কিং জুনিয়র

• সবচেয়ে বড় বিভেদমূলক কাজ সহ-মানুষদের ঘৃণা করা নয়, তাদের প্রতি উদাসীন থাকা।
জর্জ বার্নার্ড শ

• এটা আমার কাছে রহস্য: মানুষ কী করে অন্য মানুষকে অপমান করে নিজেকে মহৎ ভাবে।
মহাত্মা গাঁধী

• এক জন মেয়েকে ভালবাসা মানে অন্য মেয়েদের প্রতি বিভেদমূলক আচরণ।
টমাস ফিলার

• এক রাজার দুই রানী দুও আর সুও। রাজবাড়িতে সুওরানীর বড় আদর, বড় যত্ন। ...সাতমহল বাড়িতে থাকেন। সাতশো দাসী তাঁর সেবা করে, পা ধোয়ায়, আলতা পরায়, চুল বাঁধে। ...সাত সিন্দুকে-ভরা সাত-রাজার-ধন মানিকের গহনা, সেই গহনা অঙ্গে পরেন। সুওরানী রাজার প্রাণ!
আর দুওরানী বড়রানী, তাঁর বড় অনাদর, অযত্ন। রাজা বিষ নয়নে দেখেন। একখানি ঘর দিয়েছেন ভাঙাচোরা, এক দাসী দিয়েছেন বোবা-কালা। পরতে দিয়েছেন জীর্ণ শাড়ি, শুতে দিয়েছেন ছেঁড়া কাঁথা।
ক্ষীরের পুতুল, অবনীন্দ্রনাথ ঠাকুর

• প্রঃ বিভেদ কি থাকবেই?
গর্গরেফ: হ্যাঁ, ওটা মানুষের মধ্যে এমন বোনা আছে, আনলার্ন করা যাবে না, অন্তত সমষ্টিগত লেভেলে। বাচ্চাও বাইরের লোককে খেলনা দেয় না। তাই অন্য আচার-আচরণের মানুষের সঙ্গে স্বাচ্ছন্দ্য বোধ করা শক্ত। তবে, জড়াজড়ি করতে হবে না, ভদ্রতা করলেই মিটে যায়।
প্রঃ কখনও ঘোচে না?
গর্গরেফ: হ্যাঁ, সকলের প্রতি কেউ সমান নিষ্ঠুর অত্যাচার চালালেই ‘কমন’ ক্রোধে বিভেদ ঘুচে যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE