এক বার সেরে ওঠার পর কোনও রোগীর ক্ষেত্রে কোভিড দ্বিতীয় বা তৃতীয় বারেও ভয়াবহ হয়ে উঠতে পারে। প্রথম বার সংক্রমণের পর শরীরে তৈরি হওয়া অ্যান্টিবডিগুলি পরের বারের সংক্রমণ রুখতে না-ও সমর্থ হতে পারে।
কারণ, ভাইরাসের বিভিন্ন রূপের সংক্রমণে তৈরি হওয়া অ্যান্টিবডিগুলির দক্ষতায় তারতম্য থাকে। তাই এক বার আক্রান্ত হওয়ার পর মানবশরীরে তৈরি হওয়া অ্যান্টিবডিগুলি পরে সার্স-কোভ-২ ভাইরাসের অন্য রূপগুলিকে রোখার ক্ষেত্রে যে সমান দক্ষ হবে তা সুনিশ্চিত ভাবে বলা যায় না। এমনই জানাল একটি সাম্প্রতিক গবেষণা।
ফ্রান্সিস ক্রিক ইনস্টিটিউট এবং ইউনিভার্সিটি কলেজ লন্ডনের একটি যৌথ গবেষণা এই তথ্য দিয়েছে। গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকা ‘ইলাইফ’-এ।