Apple launches iPhone X will be available in India from November dgtl
Science News
এল আইফোন এক্স, জেনে নিন এর দাম ও ফিচার্স
শোনা যাচ্ছে, নভেম্বরের ৩ তারিখেই হয়তো দেশের মাটিতে পা রাখবে আইফোন এক্স। প্রি-অর্ডার শুরু হবে ২৭ অক্টোবর থেকে। এক নজরে দেখে নেওয়া যাক আইফোন এক্স-এর দাম ও ফিচারগুলি।
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৭ ১০:৫২
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১০৯
শোনা যাচ্ছে, নভেম্বরের ৩ তারিখেই হয়তো দেশের মাটিতে পা রাখবে আইফোন এক্স। প্রি-অর্ডার শুরু হবে ২৭ অক্টোবর থেকে।
০২০৯
দু’টি ভার্সনে পাওয়া যাবে আইফোনের নতুন মডেলটি। একটিতে ইন্টারনাল স্টোরেজ ৬৪ জিবি এবং অন্যটিতে ২৫৬ জিবি।
এই মডেলে পাবেন ডুয়াল ১২ মেগাপিক্সেল ‘ট্রু ডেপথ’ ব্যাক ক্যামেরা এবং ৭ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পোট্রেট মোড সেলফি তোলা যাবে ফ্রন্ট ক্যামেরায়।
০৫০৯
ওয়াইড অ্যাঙ্গেল এবং টেলিফোটো ব্যাক ক্যামেরার সঙ্গে পাবেন ১০ এক্স ডিজিটাল জুম এবং ৬ এক্স ভিডিও জুম।
০৬০৯
ফেস আইডি, ৩-ডি ফেসিয়াল রেকগনিশন টেকনোলজি রয়েছে এই ফোনে। যা শুধুমাত্র ফোন আনলক করতেই নয়, ব্যবহার করা যাবে অনলাইন পেমেন্ট, ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রেও।
০৭০৯
রয়েছে ওয়্যারলেস চার্জিং টেকনোলজিও।
০৮০৯
কোনও হোমবাটন নেই আইফোন এক্স-এ। এটি সম্পূর্ণভাবে ওয়াটার ও ডাস্টপ্রুফ। ভারতীয় মুদ্রায় এর দাম শুরু হবে মোটামুটি ৮৯ হাজার টাকা থেকে।
০৯০৯
আপনার সাধের ফোনটিকে সাজাতে ফোনের সঙ্গে কিনতে পারেন নানা অ্যাকসেসরিজও। ইন-হাউস ডিজাইন লেদার ও সিলিকন কেস কিনতে পারেন। দাম শুরু সাড়ে তিন হাজার টাকা থেকে। লেদার ফোলিও কিনতে পারেন। যার দাম পড়বে ৮,৬০০ টাকা। ম্যাচিং মেটালিক ফিনিশ ও লাইটও কিনতে পারেন। দাম সাড়ে চার হাজারের কাছাকাছি।