Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Science News

নোকিয়া-২ লঞ্চ হল, দেখুন কী কী ফিচার এই সস্তার অ্যান্ড্রয়েডে

স্মার্টফোনের বাজারে নিত্যনতুন মডেলের ছড়াছড়ি। এরই মধ্যে বুধবার বিশ্ববাজারে পা রাখল নোকিয়া-২। চলতি মাসের মাঝামাঝি এ দেশের বাজারেও চলে আসবে নোকিয়ার এই সস্তার অ্যান্ড্রয়েড ফোন । এক ঝলকে দেখে নেওয়া যাক এর কয়েকটি ফিচার।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০১ নভেম্বর ২০১৭ ১৬:৩৩
Share: Save:
০১ ০৮
মিড সেগমেন্ট কাস্টমারদের জন্য এল নোকিয়া-২। সঠিক দাম জানা না গেলেও শোনা যাচ্ছে, ৭ হাজার টাকার কমেই মিলবে এই ফোন।

মিড সেগমেন্ট কাস্টমারদের জন্য এল নোকিয়া-২। সঠিক দাম জানা না গেলেও শোনা যাচ্ছে, ৭ হাজার টাকার কমেই মিলবে এই ফোন।

০২ ০৮
৭২০x১২৮০ রেজলিউশন-সহ কোয়াডকম স্ন্যাপড্রাগন ২১২ প্রসেসরের নোকিয়া-২ বাজারে আসছে নভেম্বরের মাঝামাঝি।

৭২০x১২৮০ রেজলিউশন-সহ কোয়াডকম স্ন্যাপড্রাগন ২১২ প্রসেসরের নোকিয়া-২ বাজারে আসছে নভেম্বরের মাঝামাঝি।

০৩ ০৮
এতে রয়েছে অ্যান্ড্রয়েড ৭.১.১ নট অপারেটিং সিস্টেম। নোকিয়া জানিয়েছে, ইউজাররা শীঘ্রই এই ফোনে ওএস আপডেট করে অ্যান্ড্রয়েড ওরিও ব্যবহার করতে পারবেন।

এতে রয়েছে অ্যান্ড্রয়েড ৭.১.১ নট অপারেটিং সিস্টেম। নোকিয়া জানিয়েছে, ইউজাররা শীঘ্রই এই ফোনে ওএস আপডেট করে অ্যান্ড্রয়েড ওরিও ব্যবহার করতে পারবেন।

০৪ ০৮
৫ ইঞ্চির এইচডি ডিসপ্লে ছাড়াও এতে রয়েছে ১ জিবি র‌্যাম।

৫ ইঞ্চির এইচডি ডিসপ্লে ছাড়াও এতে রয়েছে ১ জিবি র‌্যাম।

০৫ ০৮
এই স্মার্টফোনে ইন্টারনাল স্টোরেজ রয়েছে ৮ জিবি। মাইক্রোএসডি কার্ডের সাহায্যে ১২৮ জিবি পর্যন্ত তা এক্সপ্যান্ড করা যাবে।

এই স্মার্টফোনে ইন্টারনাল স্টোরেজ রয়েছে ৮ জিবি। মাইক্রোএসডি কার্ডের সাহায্যে ১২৮ জিবি পর্যন্ত তা এক্সপ্যান্ড করা যাবে।

০৬ ০৮
বাজেট ফোন হলেও সস্তা প্লাস্টিকের বদলে এতে রয়েছে অ্যালুমিনিয়ামের বডি। সঙ্গে রয়েছে করনিং গোরিলা গ্লাস ৩-র সুরক্ষা।

বাজেট ফোন হলেও সস্তা প্লাস্টিকের বদলে এতে রয়েছে অ্যালুমিনিয়ামের বডি। সঙ্গে রয়েছে করনিং গোরিলা গ্লাস ৩-র সুরক্ষা।

০৭ ০৮
সেলফি তুলুন বা ফোটোগ্রাফির শখ মেটান, ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা আর ৫ এমপি ফ্রন্ট ক্যামেরার মন্দ ছবি উঠবে না।

সেলফি তুলুন বা ফোটোগ্রাফির শখ মেটান, ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা আর ৫ এমপি ফ্রন্ট ক্যামেরার মন্দ ছবি উঠবে না।

০৮ ০৮
ফোর-জি প্রযুক্তিযুক্ত ডুয়াল সিমের এই ফোনে রয়েছে ৪১০০ এমএএইচ নন-রিমুভেবল ব্যাটারি।

ফোর-জি প্রযুক্তিযুক্ত ডুয়াল সিমের এই ফোনে রয়েছে ৪১০০ এমএএইচ নন-রিমুভেবল ব্যাটারি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE