ছোট্ট একটি রোভার। গর্তে পড়ে গেলে বা এবড়োখেবড়ো পথে উল্টে গেলেও সমস্যা হবে না। শরীরে জুড়ে থাকা একটি অতিরিক্ত পায়ে ভর করে সমস্যা কাটিয়ে উঠবে সে। স্বয়ংক্রিয় ভাবে নয়, রোভার চলবে রিমোট কন্ট্রোলে।
আন্তর্জাতিক বিজ্ঞান উৎসবের প্রদর্শনী হচ্ছে সায়েন্স সিটিতে। সেখানেই এই রোভারের মডেল নিয়ে এসেছে শক্তিগড়ের বড়শুল সিডিপি হাইস্কুলের একাদশ শ্রেণীর ছাত্র আবির ঘোষ।
রোভার হল এক ধরনের রোবট গাড়ি যা মূলত গ্রহে অভিযানে ও এ দেশেও নানা ভূতাত্ত্বিক অভিযানে কাজে লাগানো হয়। সম্প্রতি চন্দ্রযান ২ অভিযানেও রোভার ছিল। ল্যান্ডার বিক্রম সফল ভাবে অবতরণ করতে পারলে তার ভিতর থেকে প্রজ্ঞান নামে ওই রোভার বেরিয়ে আসত। বিক্রম ব্যর্থ হওয়ায় প্রজ্ঞানও দিনের আলো দেখেনি।