Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Oppo F5

একরাশ আকর্ষণীয় বৈশিষ্ট্য নিয়ে বাজারে এল ওপো’র নতুন স্মার্টফোন এফ ৫

সম্প্রতি ভারতের বাজারে লঞ্চ হল ওপো এফ ৫। আগামী ৯ নভেম্বর থেকে অনলাইনে মিলবে এই ফোন। আসুন জেনে নেওয়া যাক ওপো এফ ৫-এর আকর্ষণীয় বৈশিষ্টগুলি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০১৭ ১২:২৭
Share: Save:
০১ ০৮
সম্প্রতি ভারতের বাজারে লঞ্চ হল ওপো এফ ৫। আগামী ৯ নভেম্বর থেকে অনলাইনে মিলবে এই ফোন। আসুন জেনে নেওয়া যাক ওপো এফ ৫-এর আকর্ষণীয় বৈশিষ্টগুলি।

সম্প্রতি ভারতের বাজারে লঞ্চ হল ওপো এফ ৫। আগামী ৯ নভেম্বর থেকে অনলাইনে মিলবে এই ফোন। আসুন জেনে নেওয়া যাক ওপো এফ ৫-এর আকর্ষণীয় বৈশিষ্টগুলি।

০২ ০৮
ওপো এফ ৫-এ আছে বেজেল লেস ৬ ইঞ্চি ডিসপ্লে, ডুয়াল সিম স্লট। রয়েছে ইউনিবডি মেটাল ডিজাইন।

ওপো এফ ৫-এ আছে বেজেল লেস ৬ ইঞ্চি ডিসপ্লে, ডুয়াল সিম স্লট। রয়েছে ইউনিবডি মেটাল ডিজাইন।

০৩ ০৮
ওপো এফ ৫-এ রয়েছে ৪ জিবি র‌্যাম এবং ৩২ জিবি ইন্টার্নাল স্টোরেজ যা ২৫৬ জিবি পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে।

ওপো এফ ৫-এ রয়েছে ৪ জিবি র‌্যাম এবং ৩২ জিবি ইন্টার্নাল স্টোরেজ যা ২৫৬ জিবি পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে।

০৪ ০৮
ওপো’র নতুন এই ফোনে রয়েছে ৩২০০ এমএএইচ ব্যাটারি। এফ ৫-এ রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।

ওপো’র নতুন এই ফোনে রয়েছে ৩২০০ এমএএইচ ব্যাটারি। এফ ৫-এ রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।

০৫ ০৮
ওপো এফ ৫ –এ রয়েছে ১৬ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

ওপো এফ ৫ –এ রয়েছে ১৬ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

০৬ ০৮
এই ফোনের সেলফি ক্যামেরার এআই বিউটি রেকগনিশন টেকনোলজি এবং আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স-এর মাধ্যমে মিলবে ডিএসএলআর ক্যামেরার মতোই দুর্দান্ত সেলফি।

এই ফোনের সেলফি ক্যামেরার এআই বিউটি রেকগনিশন টেকনোলজি এবং আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স-এর মাধ্যমে মিলবে ডিএসএলআর ক্যামেরার মতোই দুর্দান্ত সেলফি।

০৭ ০৮
ওপো এফ ৫-এর রিয়ার এবং সেলফি দু’টি ক্যামেরার সঙ্গেই রয়েছে এলইডি ফ্ল্যাশ।

ওপো এফ ৫-এর রিয়ার এবং সেলফি দু’টি ক্যামেরার সঙ্গেই রয়েছে এলইডি ফ্ল্যাশ।

০৮ ০৮
ওপো এফ ৫-এ রয়েছে অক্টা কোর প্রসেসর। এই ফোনের দাম প্রায় ১৯,৯৯০ টাকা।

ওপো এফ ৫-এ রয়েছে অক্টা কোর প্রসেসর। এই ফোনের দাম প্রায় ১৯,৯৯০ টাকা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE