একগুচ্ছ হার্ডওয়্যার ডিভাইস বাজারে নিয়ে আসছে গুগ্ল। সম্ভবত আজই লঞ্চ হতে পারে গুগ্লের নতুন পিক্সেল ২ এবং পিক্সেল ২ এক্সএল, সঙ্গে থাকছে গুগ্লের নতুন ডে-ড্রিম ভিউ হেডসেট, হোম মিনি স্পিকার, গুগ্লের হোম ম্যাক্স এবং পিক্সেল বুক। চমকের শেষ এখানেই নয়। আগামী কয়েক দিনের মধ্যে বাজারে আসতে পারে পিক্সেল স্মার্টফোন সাক্সেসরস, নতুন ভিআর হেডসেট এবং স্পিকার।