খুব বেশি দিন হল গড়ে ওঠেনি ভারত মহাসাগরে এমন ৫৮টি ছোট ছোট দ্বীপকেও এ বার সাইক্লোন, নিম্নচাপ, অতিবৃষ্টি, বিধ্বংসী ঝড়ের একেবারে ‘রিয়েল টাইম’ পূর্বাভাস পেতে সাহায্য করবে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ‘ইসরো’। একই ব্যবস্থা নেওয়া হবে আরব সাগর ও বঙ্গোপসাগরের উপকূলবর্তী রাজ্যগুলির সমু্দ্র লাগোয়া দুর্গম, প্রত্যন্ত এলাকাগুলির ক্ষেত্রেও।
রাজ্যসভায় একটি প্রশ্নের লিখিত জবাবে এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় ভূবিজ্ঞান মন্ত্রকের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংহ। তিনি জানিয়েছেন, ভূপর্যবেক্ষণকারী উপগ্রহগুলির মাধ্যমে এখন ‘রিয়েল টাইমে’ এই সব পূর্বাভাসের সুবিধা আরও বেশি এলাকায় ছড়িয়ে দেওয়া সম্ভব হবে।