Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

০৯ অগস্ট ২০২২ ই-পেপার

URL Copied
Something isn't right! Please refresh.

এই প্রথম আমাদের অস্থিতেও রক্তনালীর হদিশ মিলল

বিজ্ঞানীরা বলছেন, অস্থির ভিতরেও ওই রক্তনালী আবিষ্কৃত হওয়ার ফলে এ বার অস্টিওপোরোসিসের মতো অস্থির বিভিন্ন ধরনের জটিল অসুখ কেন হয়, তা কী ভাবে ব

নিজস্ব প্রতিবেদন
২৩ জানুয়ারি ২০১৯ ১৩:২১
Save
Something isn't right! Please refresh.
মানবদেহের অস্থিতে হদিশ মিলল এই রক্তনালীর। ছবি সৌজন্যে: ‘নেচার-মেটাবলিজম’।

মানবদেহের অস্থিতে হদিশ মিলল এই রক্তনালীর। ছবি সৌজন্যে: ‘নেচার-মেটাবলিজম’।

Popup Close

এ বার জানা গেল, মানবদেহে অস্থির ভিতরেও রয়েছে শিরা, ধমনী। যাদের বলা হয়, রক্তনালী। সেই রক্তনালী থাকে যে কোনও অস্থির পিঠের দিকে (সারফেস)। সেখান থেকে সেই রক্তনালীগুলি চলে যায় অস্থির ভিতরের দিকের গহ্বরে (ক্যাভিটি)।

বিজ্ঞানীরা বলছেন, অস্থির ভিতরেও ওই রক্তনালী আবিষ্কৃত হওয়ার ফলে এ বার অস্টিওপোরোসিসের মতো অস্থির বিভিন্ন ধরনের জটিল অসুখ কেন হয়, তা কী ভাবে বাড়ে, তার উপর আলোকপাত সম্ভব হতে পারে। মানবদেহের নিজস্ব প্রতিরোধী ব্যবস্থা ঠিকঠাক কাজ করছে কি না, তা বুঝতেও ওই রক্তনালীগুলি সহায়ক হয়ে উঠতে পারে। এই আবিষ্কারের গবেষণাপত্রটি বেরিয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান-জার্নাল ‘নেচার-মেটাবলিজম’-এ।

Advertisement

ঠিক কোথায় রয়েছে সেই রক্তনালী? দেখুন ভিডিয়ো

জার্মানির ডুইসবার্গ-এসেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ম্যাথিয়াস গানঝার বলেছেন, ‘‘আমরা অবাক হয়ে যাচ্ছি এটা দেখে যে, এখনও মানবশরীরের বহু অঙ্গপ্রত্যঙ্গের কথা আমরা জানি না। আমরা মানবদেহের এমন একটা জায়গায় রক্তনালী আবিষ্কার করেছি, যার হদিশ এর আগে মেলেনি।’’ গত বছর আমাদের শরীরে পিত্তনালীর কাছে এক ধরনের নালী আবিষ্কৃত হয়েছিল। তার ভিতর দিয়ে জল ও বিভিন্ন ধরনের তরল যাওয়া-আসা করে। ওই নালী ক্যানসার চিকিৎসায় কার্যকর ভূমিকা নিতে পারে বলে জানিয়েছিলেন শারীরতত্ত্ববিদরা।

গানঝার ও তাঁর সহযোগী গবেষকরা বিভিন্ন ধরনের রাসায়নিক প্রয়োগ করে ইঁদুরদের অস্থিতে প্রথম ওই বিশেষ ধরনের রক্তনালীর হদিশ পান। ইঁদুরের পায়ের অস্থিতে। যার আকার দেশলাই কাঠির মতো। চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় এই রক্তনালীগুলিকে বলা হয়, ‘ট্রান্স-কর্টিকাল ভেসেল্‌স’।সেই রক্তনালীগুলির বাইরের ত্বক

এর আগে অস্থিতে যে রক্তনালীর হদিশ মিলেছিল, সেগুলি হয় থাকে অস্থির দু’টি প্রান্তের দিকে অথবা থাকে অস্থির মাঝামাঝি অংশ পর্যন্ত। কিন্তু সদ্য আবিষ্কৃত রক্তনালীগুলি থাকে গোটা অস্থিতে। আর তাদের মাধ্যমেই গোটা অস্থিতে রক্ত সংবহন হয়।

আরও পড়ুন- কৃত্রিম ধমনীও বানিয়ে ফেললেন বিজ্ঞানীরা, বাড়বে শরীরের সঙ্গেই!​

আরও পড়ুন- অস্ত্রোপচার ছাড়াই এ বার বাইপাস!​

পরে আমাদের জঙ্ঘা (থাই)-র অস্থিতেও এই রত্তনালীর হদিশ মিলেছে বলে জানিয়েছেন গানঝার। তবে মানবদেহের বিভিন্ন অস্থিতে এমন রক্তনালী ঠিক কতগুলি রয়েছে, সেই সংখ্যাটা এখনও জানা যায়নি।

অস্থির মধ্যে যেখানে মজ্জা থাকে, সেই অংশটির গায়েই লেগে থাকে এই রক্তনালীগুলি। আর এই অস্থিমজ্জাতেই গড়ে ও বেড়ে ওঠে আমাদের দেহের প্রতিরোধী ব্যবস্থার কোষ, কলাগুলি।সেই রক্তনালীগুলির বাইরের ত্বক। অণুবীক্ষণের নীচে।

গবেষকরা এও দেখেছেন, ইঁদুরের ক্ষেত্রে এই সদ্য আবিষ্কৃত রক্তনালীগুলি ধরেই প্রতিরোধী কোষ, কলাগুলি বেরিয়ে এসে শত্রু-প্রতিরোধে সক্রিয় হয়ে ওঠে। গানঝারের ধরাণা, মানবদেহেও প্রতিরোধী ব্যবস্থার কোষ, কলাগুলি ওই রক্তনালী ধরে বেরিয়ে আসতে পারে।

গত বছর আর এক দল গবেষক দেখেছিলেন, ইঁদুরের মস্তিষ্কের কলাগুলির মধ্যেও রয়েছে এই রক্তনালীগুলি। যা দিয়ে ইঁদুরের খুলি তৈরি হয়, সেই প্লেটগুলির ভিতরের অংশে থাকা অস্থিমজ্জাতেও এই রক্তনালীগুলির হদিশ মিলেছিল।

ছবি ও ভিডিয়ো সৌজন্যে: ‘নেচার-মেটাবলিজম’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)


Tags:
Blood Vessels Bones Matthias Gunzerশিরাধমনী
Something isn't right! Please refresh.

Advertisement