Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Realme

রিয়েলমি নিয়ে এল দুর্দান্ত ফিচারের ‘২ প্রো ’

ভিভো, শাওমি-র মতো সংস্থাগুলোকে টেক্কা দিতে প্রতিযোগিতায় নেমে পড়েছে রিয়েলমি। গত অগস্টেই তারা লঞ্চ করেছে রিয়েলমি ২। ফোনটির ফিচার ইতিমধ্যেই গ্রাহকদের মন কেড়েছে। আরও গ্রাহক টানতে আরও আকর্ষণীয় ও আপডেটেড ভার্সনের ‘রিয়েলমি ২ প্রো’ নিয়ে এল সংস্থাটি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৮ ১১:৩৭
Share: Save:
০১ ০৯
ভিভো, শাওমি-র মতো সংস্থাগুলোকে টেক্কা দিতে প্রতিযোগিতায় নেমে পড়েছে রিয়েলমি। গত অগস্টেই তারা লঞ্চ করেছে রিয়েলমি ২। ফোনটির ফিচার ইতিমধ্যেই গ্রাহকদের মন কেড়েছে। আরও গ্রাহক টানতে আরও আকর্ষণীয় ও আপডেটেড ভার্সনের ‘রিয়েলমি ২ প্রো’ নিয়ে এল সংস্থাটি।

ভিভো, শাওমি-র মতো সংস্থাগুলোকে টেক্কা দিতে প্রতিযোগিতায় নেমে পড়েছে রিয়েলমি। গত অগস্টেই তারা লঞ্চ করেছে রিয়েলমি ২। ফোনটির ফিচার ইতিমধ্যেই গ্রাহকদের মন কেড়েছে। আরও গ্রাহক টানতে আরও আকর্ষণীয় ও আপডেটেড ভার্সনের ‘রিয়েলমি ২ প্রো’ নিয়ে এল সংস্থাটি।

০২ ০৯
ওয়াটারড্রপ ডিসপ্লে নচ, দুর্দান্ত ক্যামেরা ও অপারেটিং সিস্টেম আর আকর্ষণীয় লুক নিয়ে বাজারে এল রিয়েলমি ২ প্রো।

ওয়াটারড্রপ ডিসপ্লে নচ, দুর্দান্ত ক্যামেরা ও অপারেটিং সিস্টেম আর আকর্ষণীয় লুক নিয়ে বাজারে এল রিয়েলমি ২ প্রো।

০৩ ০৯
তিনটি ভ্যারিয়েন্টে আনা হয়েছে ফোনটি। ৪ জিবি ইন্টারনাল এবং ৬৪ জিবি এক্সপ্যান্ডেবল স্টোরেজ। ৮ জিবি ইন্টারনাল এবং ১২৮ জিবি এক্সপ্যান্ডেবল স্টোরেজ এবং ৬ জিবি ইন্টারনাল এবং ৬৪ জিবি এক্সপ্যান্ডেবল স্টোরেজ।

তিনটি ভ্যারিয়েন্টে আনা হয়েছে ফোনটি। ৪ জিবি ইন্টারনাল এবং ৬৪ জিবি এক্সপ্যান্ডেবল স্টোরেজ। ৮ জিবি ইন্টারনাল এবং ১২৮ জিবি এক্সপ্যান্ডেবল স্টোরেজ এবং ৬ জিবি ইন্টারনাল এবং ৬৪ জিবি এক্সপ্যান্ডেবল স্টোরেজ।

০৪ ০৯
৪ জিবি ভ্যারিয়্যান্টের মডেলটির দাম ১৩,৯০০ টাকা। ৬ জিবির দাম ১৫,৯৯০ এবং ৮ জিবি মডেলটির দাম ১৭,৯৯০ টাকা।

৪ জিবি ভ্যারিয়্যান্টের মডেলটির দাম ১৩,৯০০ টাকা। ৬ জিবির দাম ১৫,৯৯০ এবং ৮ জিবি মডেলটির দাম ১৭,৯৯০ টাকা।

০৫ ০৯
১১ অক্টোবর থেকে ফ্লিপকার্টে বিক্রি শুরু হবে। ব্ল্যাক সি, ব্লু ওসেন এবং আইস লেক— এই তিনটি রঙের মডেল পাওয়া যাবে।

১১ অক্টোবর থেকে ফ্লিপকার্টে বিক্রি শুরু হবে। ব্ল্যাক সি, ব্লু ওসেন এবং আইস লেক— এই তিনটি রঙের মডেল পাওয়া যাবে।

০৬ ০৯
অ্যান্ড্রয়েড ৮.১ অরিও অপারেটিং সিস্টেম। রয়েছে ওএস ৫.২ কাস্টম সফ্‌টওয়্যার।  এছাড়াও রয়েছে ৬৬০ এআইই অক্টা-কোর প্রসেসর সঙ্গে অ্যাড্রেনো ৫১২ জিপিইউ।

অ্যান্ড্রয়েড ৮.১ অরিও অপারেটিং সিস্টেম। রয়েছে ওএস ৫.২ কাস্টম সফ্‌টওয়্যার। এছাড়াও রয়েছে ৬৬০ এআইই অক্টা-কোর প্রসেসর সঙ্গে অ্যাড্রেনো ৫১২ জিপিইউ।

০৭ ০৯
ফুল এইচডি প্লাস ৬.৩ ইঞ্চি ডিসপ্লে (১০৮০x২৩৪০ পিক্সেল)। আসপের্ট রেশিও ১৯.৫:৯ এবং ৪০৯ পিপিআই পিক্সেল ডেনসিটি।

ফুল এইচডি প্লাস ৬.৩ ইঞ্চি ডিসপ্লে (১০৮০x২৩৪০ পিক্সেল)। আসপের্ট রেশিও ১৯.৫:৯ এবং ৪০৯ পিপিআই পিক্সেল ডেনসিটি।

০৮ ০৯
ছবি তোলার জন্য থাকছে ১৬ মেগাপিক্সেল আইএমএক্স ৩৯৮ প্রাইমারি সেন্সর। এই ক্যামেরার মাধ্যমে ৩০ এফপিএস স্পিডে ৪কে ভিডিয়ো তোলা যাবে। সেলফি তোলার জন্য থাকছে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা।

ছবি তোলার জন্য থাকছে ১৬ মেগাপিক্সেল আইএমএক্স ৩৯৮ প্রাইমারি সেন্সর। এই ক্যামেরার মাধ্যমে ৩০ এফপিএস স্পিডে ৪কে ভিডিয়ো তোলা যাবে। সেলফি তোলার জন্য থাকছে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা।

০৯ ০৯
ফোনের ওজন ১৭৪ গ্রাম। ব্যাটারি ৩৫০০ এমএএইচ। কানেক্টিভিটির জন্য থাকছে ইউএসবি ওটিজি, ওয়াই-ফাই ৮০২.১১ এসি, ব্লুটুথ, ৪জি ভোল্টি এবং জিপিএস।

ফোনের ওজন ১৭৪ গ্রাম। ব্যাটারি ৩৫০০ এমএএইচ। কানেক্টিভিটির জন্য থাকছে ইউএসবি ওটিজি, ওয়াই-ফাই ৮০২.১১ এসি, ব্লুটুথ, ৪জি ভোল্টি এবং জিপিএস।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE