Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Idea Cellular

সঙ্গী ভোডাফোন, জিওকে টেক্কা দিতে সস্তার ফোন আনছে আইডিয়া

এ বার ময়দানে নেমে পড়ল আইডিয়া সেলুলার-ও। ভোডাফোনের সঙ্গে হাত মিলিয়ে সস্তার হ্যান্ডসেট আনতে চলেছে এই সংস্থা।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ৩১ জুলাই ২০১৭ ০৯:১০
Share: Save:
০১ ০৮
হ্যান্ডসেটটির দাম আড়াই হাজার টাকার কাছাকাছি হবে।

হ্যান্ডসেটটির দাম আড়াই হাজার টাকার কাছাকাছি হবে।

০২ ০৮
৪জি, ৩জি ও ২জি সিম ব্যবহার করা যাবে।

৪জি, ৩জি ও ২জি সিম ব্যবহার করা যাবে।

০৩ ০৮
শুধু আইডিয়া নয়, অন্যান্য অপারেটরের সিমও ব্যবহার করা যাবে।

শুধু আইডিয়া নয়, অন্যান্য অপারেটরের সিমও ব্যবহার করা যাবে।

০৪ ০৮
ফিচার ফোন হলেও থাকতে পারে টাচস্ক্রিনও।

ফিচার ফোন হলেও থাকতে পারে টাচস্ক্রিনও।

০৭ ০৮
হোয়াটসঅ্যাপ, গুগল, ফেসবুকের মতো জনপ্রিয় অ্যাপগুলি থাকতে পারে এই হ্যান্ডসেটে।

হোয়াটসঅ্যাপ, গুগল, ফেসবুকের মতো জনপ্রিয় অ্যাপগুলি থাকতে পারে এই হ্যান্ডসেটে।

০৮ ০৮
তবে সমস্তটাই এখনও অবধি ভাবনার পর্যায়ে রয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে, ফোনটির দাম কম করার জন্য কতগুলি ফিচার সংযুক্ত করা যায় তা নিয়ে ভাবনা-চিন্তা করা হচ্ছে।

তবে সমস্তটাই এখনও অবধি ভাবনার পর্যায়ে রয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে, ফোনটির দাম কম করার জন্য কতগুলি ফিচার সংযুক্ত করা যায় তা নিয়ে ভাবনা-চিন্তা করা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE