Advertisement
০৬ মে ২০২৪
Science

আজ ‘রিং অফ ফায়ার’ দেখা যাবে আফ্রিকা, লাতিন আমেরিকায়

সোমবার একটু অন্য রকমের সূর্যগ্রহণ দেখা যাবে আফ্রিকার দক্ষিণ ও পশ্চিম দিক আর দক্ষিণ আমেরিকা মহাদেশে। ঠিক পূর্ণগ্রাস বা খণ্ডগ্রাস নয়। এই সূর্যগ্রহণকে বলা হয় ‘রিং অফ ফায়ার’। ২০১২-য় একই ধরনের সূর্যগ্রহণ হয়েছিল আমেরিকায়। এই সূর্যগ্রহণ পৃথিবীর আর কোনও প্রান্তেই দেখতে পাওয়া যাবে না।

২০১২-য় এমনই ‘রিং অফ ফায়ার’ দেখা গিয়েছিল।

২০১২-য় এমনই ‘রিং অফ ফায়ার’ দেখা গিয়েছিল।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০১৭ ২০:৩৪
Share: Save:

সোমবার একটু অন্য রকমের সূর্যগ্রহণ দেখা যাবে আফ্রিকার দক্ষিণ ও পশ্চিম দিক আর দক্ষিণ আমেরিকা মহাদেশে। ঠিক পূর্ণগ্রাস বা খণ্ডগ্রাস নয়। এই সূর্যগ্রহণকে বলা হয় ‘রিং অফ ফায়ার’। ২০১২-য় একই ধরনের সূর্যগ্রহণ হয়েছিল আমেরিকায়। এই সূর্যগ্রহণ পৃথিবীর আর কোনও প্রান্তেই দেখতে পাওয়া যাবে না।

‘রিং অফ ফায়ার’ তখনই হয়, যখন পৃথিবী আর সূর্যের মাঝে থাকা চাঁদটি এতটাই দূরে থাকে যে তা পুরোপুরি ঢেকে দিতে পারে না সূর্যকে। ফলে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হয় না। তখন চাকতির কিনার থেকে উঁকি মারতে দেখা যায় সূর্যের আলোকে। এটাকেই বলে ‘রিং অফ ফায়ার’।

আরও পড়ুন- পৃথিবীর দশ গুণ ভারী গ্রহ, সূর্যকে চক্কর দিতে ২০ হাজার বছর লাগায় সে!

নাসা জানাচ্ছে, চিলি, আর্জেন্টিনা, অ্যাঙ্গোলা, জাম্বিয়া ও গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র থেকে সবচেয়ে ভাল ভাবে দেখতে পাওয়া যাবে এই ‘রিং অফ ফায়ার’ সূর্যগ্রহণকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Solar Eclipse Ring of Fire Sothern America
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE