Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Vivo Smartphone

ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যুক্ত স্মার্টফোন আনছে ভিভো

পাসওয়ার্ড, বায়োমেট্রিক স্ক্যানার, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর— নানাভাবে ফোনকে সুরক্ষিত করার প্রয়াস করে চলেছে স্মার্টফোন সংস্থাগুলি। অ্যাপল এবং গুগল পিক্সেল স্ক্যানার যুক্ত স্মার্টফোন লঞ্চ করেছে। বাজার ধরে রাখতে এ বার আরও উন্নত ফিচারের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যুক্ত ফোন আনল ভিভো।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০১৮ ১৬:৫৮
Share: Save:
০১ ০৭
পাসওয়ার্ড, বায়োমেট্রিক স্ক্যানার, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর— নানাভাবে ফোনকে সুরক্ষিত করার প্রয়াস করে চলেছে স্মার্টফোন সংস্থাগুলি। অ্যাপল এবং গুগল পিক্সেল স্ক্যানার যুক্ত স্মার্টফোন লঞ্চ করেছে। বাজার ধরে রাখতে এ বার আরও উন্নত ফিচারের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যুক্ত ফোন আনল ভিভো।

পাসওয়ার্ড, বায়োমেট্রিক স্ক্যানার, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর— নানাভাবে ফোনকে সুরক্ষিত করার প্রয়াস করে চলেছে স্মার্টফোন সংস্থাগুলি। অ্যাপল এবং গুগল পিক্সেল স্ক্যানার যুক্ত স্মার্টফোন লঞ্চ করেছে। বাজার ধরে রাখতে এ বার আরও উন্নত ফিচারের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যুক্ত ফোন আনল ভিভো।

০২ ০৭
ভিভো আনল উন্নত মানের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। ফোনের ফ্রন্ট প্যানেলেই থাকবে এই স্ক্যানার।

ভিভো আনল উন্নত মানের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। ফোনের ফ্রন্ট প্যানেলেই থাকবে এই স্ক্যানার।

০৩ ০৭
ফোনের ডিসপ্লে স্ক্রিনের নীচেই থাকবে এই সেন্সর, এমনটাই জানিয়েছে নির্মাতা সংস্থা সাইন্যাপটিকস। সংস্থার দাবি, বিশ্বে এটাই প্রথম ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। অন্যান্য স্মার্টফোনে ডিসপ্লে স্ক্রিনের পিছনে থাকে এই সেন্সর।

ফোনের ডিসপ্লে স্ক্রিনের নীচেই থাকবে এই সেন্সর, এমনটাই জানিয়েছে নির্মাতা সংস্থা সাইন্যাপটিকস। সংস্থার দাবি, বিশ্বে এটাই প্রথম ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। অন্যান্য স্মার্টফোনে ডিসপ্লে স্ক্রিনের পিছনে থাকে এই সেন্সর।

০৪ ০৭
পাসওয়ার্ড বা প্যাটার্ন লক করে ফোনের তথ্য সুরক্ষিত করা যায় ঠিকই, কিন্তু তা সহজেই আনলক করতে পারেন হ্যাকাররা। কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকলে শুধুমাত্র আপনার আঙুলের ছাপেই ফোন চালু হবে।

পাসওয়ার্ড বা প্যাটার্ন লক করে ফোনের তথ্য সুরক্ষিত করা যায় ঠিকই, কিন্তু তা সহজেই আনলক করতে পারেন হ্যাকাররা। কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকলে শুধুমাত্র আপনার আঙুলের ছাপেই ফোন চালু হবে।

০৫ ০৭
ভিভো জানিয়েছে, স্ক্যানারে আঙুল ছোঁয়ালেই তরঙ্গের মতো নীল আলো ছড়িয়ে পড়বে ডিসপ্লে স্ক্রিনে এবং ফোন আনলক হয়ে যাবে।

ভিভো জানিয়েছে, স্ক্যানারে আঙুল ছোঁয়ালেই তরঙ্গের মতো নীল আলো ছড়িয়ে পড়বে ডিসপ্লে স্ক্রিনে এবং ফোন আনলক হয়ে যাবে।

০৬ ০৭
এই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারে থাকছে বিশেষ অপটিকাল সেন্সর যা সহজেই আঙুলের ছাপ স্ক্যান করতে পারে।

এই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারে থাকছে বিশেষ অপটিকাল সেন্সর যা সহজেই আঙুলের ছাপ স্ক্যান করতে পারে।

০৭ ০৭
ভিভো-র ভাইস প্রেসিডেন্ট অ্যালেক্স ফেঙের বলেছেন, ‘‘বিশেষ অপটিকাল সেন্সর-যুক্ত এই স্মার্টফোন আমরা দ্রুতই বাজারে ছাড়ব। গ্রাহকদের কাছে এই ফোন দ্রুত পৌঁছে দিতে আমরা খুবই আগ্রহী।’’

ভিভো-র ভাইস প্রেসিডেন্ট অ্যালেক্স ফেঙের বলেছেন, ‘‘বিশেষ অপটিকাল সেন্সর-যুক্ত এই স্মার্টফোন আমরা দ্রুতই বাজারে ছাড়ব। গ্রাহকদের কাছে এই ফোন দ্রুত পৌঁছে দিতে আমরা খুবই আগ্রহী।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE