Advertisement
১৯ এপ্রিল ২০২৪

চুল ভাল রাখার ৫টি বিয়ার মাস্ক

চুলের স্বাস্থ্য ভাল রাখার অন্যতম ন্যাচারাল কন্ডিশনার বিয়ার। শুধু বিয়ার দিয়েই যত্ন নিতে পারেন চুলের। আবার চুলের বিভিন্ন সমস্যা দূর করতেও লাগাতে পারেন বিয়ার দিয়ে তৈরি বিভিন্ন ঘরোয়া মাস্ক। জেনে নিন এমনই কিছু ঘরোয়া মাস্ক।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৭ অগস্ট ২০১৭ ১১:৪৭
Share: Save:
০১ ০৬
চুলের স্বাস্থ্য ভাল রাখার অন্যতম ন্যাচারাল কন্ডিশনার বিয়ার। শুধু বিয়ার দিয়েই যত্ন নিতে পারেন চুলের। আবার চুলের বিভিন্ন সমস্যা দূর করতেও লাগাতে পারেন বিয়ার দিয়ে তৈরি বিভিন্ন ঘরোয়া মাস্ক। জেনে নিন এমনই কিছু ঘরোয়া মাস্ক।

চুলের স্বাস্থ্য ভাল রাখার অন্যতম ন্যাচারাল কন্ডিশনার বিয়ার। শুধু বিয়ার দিয়েই যত্ন নিতে পারেন চুলের। আবার চুলের বিভিন্ন সমস্যা দূর করতেও লাগাতে পারেন বিয়ার দিয়ে তৈরি বিভিন্ন ঘরোয়া মাস্ক। জেনে নিন এমনই কিছু ঘরোয়া মাস্ক।

০২ ০৬
কন্ডিশনার: নির্জীব চুল স্বাস্থ্যোজ্জ্বল করে তোলার সবচেয়ে সহজ উপায় বিয়ার। এক গ্লাস বিয়ার মাথায় ঢেলে মাসাজ করুন। ১৫ মিনিট রেখে দিন। জল দিয়ে ধুয়ে ফেলুন।

কন্ডিশনার: নির্জীব চুল স্বাস্থ্যোজ্জ্বল করে তোলার সবচেয়ে সহজ উপায় বিয়ার। এক গ্লাস বিয়ার মাথায় ঢেলে মাসাজ করুন। ১৫ মিনিট রেখে দিন। জল দিয়ে ধুয়ে ফেলুন।

০৩ ০৬
বিয়ার ও ডিম: চুল রুক্ষ হয়ে গেলে এক কাপ বিয়ারের সঙ্গে ২টো ডিমের কুসুম মিশিয়ে ভেজা চুলে মাথায় লাগান। মাথায় শাওয়ার ক্যাপ পরে থাকুন ২০-৩০ মিনিট। শ্যাম্পু করে ফেলুন।

বিয়ার ও ডিম: চুল রুক্ষ হয়ে গেলে এক কাপ বিয়ারের সঙ্গে ২টো ডিমের কুসুম মিশিয়ে ভেজা চুলে মাথায় লাগান। মাথায় শাওয়ার ক্যাপ পরে থাকুন ২০-৩০ মিনিট। শ্যাম্পু করে ফেলুন।

০৪ ০৬
বিয়ার, কলা ও মধুর মাস্ক: একটা পাকা কলা চটকে তার সঙ্গে ২ চা চামচ মধু ও এক কাপ বিয়ার মেশান। মিহি মিশ্রণ তৈরি করে পুরো চুলে লাগান। ৩০ মিনিট রেখে শ্যাম্পু করে ফেলুন। চুল হাইড্রেট করে কন্ডিশনার হিসেবে কাজ করবে।

বিয়ার, কলা ও মধুর মাস্ক: একটা পাকা কলা চটকে তার সঙ্গে ২ চা চামচ মধু ও এক কাপ বিয়ার মেশান। মিহি মিশ্রণ তৈরি করে পুরো চুলে লাগান। ৩০ মিনিট রেখে শ্যাম্পু করে ফেলুন। চুল হাইড্রেট করে কন্ডিশনার হিসেবে কাজ করবে।

০৫ ০৬
বিয়ার ও তেল: ক্যাস্টর অয়েল, নারকেল তেল বা অলিভ অয়েল ও বিয়ার মাস্ক শুষ্ক চুলের আর্দ্রতা ফিরিয়ে আনতে খুবই উপকারি। এক কাপ বিয়ারের সঙ্গে ১ টেবল চামচ কোনও ন্যাচারাল তেল মিশিয়ে নিন। ব্রাশের সাহায্যে এই মিশ্রণ চুল এবং স্ক্যাল্পে লাগান। ২০ মিনিট রেখে হাল্কা কোনও শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। চুলের গোড়ায় পুষ্টি জুগিয়ে ঘন করতে ও ঔজ্জ্বল্য বাড়াতে সাহায্য করে।

বিয়ার ও তেল: ক্যাস্টর অয়েল, নারকেল তেল বা অলিভ অয়েল ও বিয়ার মাস্ক শুষ্ক চুলের আর্দ্রতা ফিরিয়ে আনতে খুবই উপকারি। এক কাপ বিয়ারের সঙ্গে ১ টেবল চামচ কোনও ন্যাচারাল তেল মিশিয়ে নিন। ব্রাশের সাহায্যে এই মিশ্রণ চুল এবং স্ক্যাল্পে লাগান। ২০ মিনিট রেখে হাল্কা কোনও শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। চুলের গোড়ায় পুষ্টি জুগিয়ে ঘন করতে ও ঔজ্জ্বল্য বাড়াতে সাহায্য করে।

০৬ ০৬
অ্যাপল সিডার ভিনিগার: বিয়ার ও অ্যাপল সিডার ভিনিগার দুটোই চুলের ঔজ্জ্বল্য বাড়াতে সাহায্য করে। দুটো সম পরিমাণে মিশিয়ে চুলের গোড়ায় ও পুরো চুলে লাগান। ১৫ মিনিট রেখে জলে ধুয়ে ফেলুন। এতে চুল ঘন হয়, ঔজ্জ্বল্যও বাড়ে।

অ্যাপল সিডার ভিনিগার: বিয়ার ও অ্যাপল সিডার ভিনিগার দুটোই চুলের ঔজ্জ্বল্য বাড়াতে সাহায্য করে। দুটো সম পরিমাণে মিশিয়ে চুলের গোড়ায় ও পুরো চুলে লাগান। ১৫ মিনিট রেখে জলে ধুয়ে ফেলুন। এতে চুল ঘন হয়, ঔজ্জ্বল্যও বাড়ে।

Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE