Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Beauty

২০১৮ সালে এই বিউটি রেজলিউশনগুলো অবশ্যই নিন

নতুন বছর আসছে। উত্সবের দিনে, পার্টিতে নিজেকে সুন্দর দেখাক সকলেই চায়। আর সুন্দর দেখানোর মূল রহস্য স্বাস্থ্যোজ্জ্বল ত্বক ও চুল।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৭ ১১:০৪
Share: Save:
০১ ০৭
নতুন বছর আসছে। উত্সবের দিনে, পার্টিতে নিজেকে সুন্দর দেখাক সকলেই চায়। আর সুন্দর দেখানোর মূল রহস্য স্বাস্থ্যোজ্জ্বল ত্বক ও চুল। যার জন্য প্রয়োজন নিয়মিত যত্নের। নতুন বছরে তাই রেজলিউশন নিন প্রতি দিন যত্ন নেবেন নিজের।

নতুন বছর আসছে। উত্সবের দিনে, পার্টিতে নিজেকে সুন্দর দেখাক সকলেই চায়। আর সুন্দর দেখানোর মূল রহস্য স্বাস্থ্যোজ্জ্বল ত্বক ও চুল। যার জন্য প্রয়োজন নিয়মিত যত্নের। নতুন বছরে তাই রেজলিউশন নিন প্রতি দিন যত্ন নেবেন নিজের।

০২ ০৭
মেক আপ তুলে তবেই শুতে যাবেন: যতই পার্টি করুন আর বাড়ি ফিরে যতই ক্লান্ত থাকুন মেক আপ তুলে তবেই শুতে যাওয়ার সংকল্প করুন। রাতভর মেকআপ ত্বকের দীর্ঘস্থায়ী ক্ষতি করে।

মেক আপ তুলে তবেই শুতে যাবেন: যতই পার্টি করুন আর বাড়ি ফিরে যতই ক্লান্ত থাকুন মেক আপ তুলে তবেই শুতে যাওয়ার সংকল্প করুন। রাতভর মেকআপ ত্বকের দীর্ঘস্থায়ী ক্ষতি করে।

০৩ ০৭
সানস্ক্রিন: সংকল্প করুন প্রতি দিন সানস্ক্রিন লাগাবেন। রোদ, ধুলো, দূষণে ত্বকের সবচেয়ে বেশি ক্ষতি হয়।

সানস্ক্রিন: সংকল্প করুন প্রতি দিন সানস্ক্রিন লাগাবেন। রোদ, ধুলো, দূষণে ত্বকের সবচেয়ে বেশি ক্ষতি হয়।

০৪ ০৭
সব সময়  হাইড্রেটেড থাকুন: উজ্জ্বল চেহারার জন্য নিজেকে হাইড্রেটেড রাখা খুব জরুরি। তাই সারা দিন পর্যাপ্ত জল পান করুন। দিনে অন্তত ৩-৪ লিটার জল অবশ্যই খেতে হবে।

সব সময় হাইড্রেটেড থাকুন: উজ্জ্বল চেহারার জন্য নিজেকে হাইড্রেটেড রাখা খুব জরুরি। তাই সারা দিন পর্যাপ্ত জল পান করুন। দিনে অন্তত ৩-৪ লিটার জল অবশ্যই খেতে হবে।

০৫ ০৭
সব সময় ময়শ্চারাইজ করুন: প্রতি দিন ত্বক ভাল করে পরিষ্কার করে ময়শ্চারাইজ করুন। শুধু মুখের ত্বক নয়, সারা শরীর, হাত-পা সব সময় ময়শ্চারাইজ় রাখতে ভুলবেন না।

সব সময় ময়শ্চারাইজ করুন: প্রতি দিন ত্বক ভাল করে পরিষ্কার করে ময়শ্চারাইজ করুন। শুধু মুখের ত্বক নয়, সারা শরীর, হাত-পা সব সময় ময়শ্চারাইজ় রাখতে ভুলবেন না।

০৬ ০৭
ঘরোয়া টোটকা: ত্বক, চুল ভাল রাখতে ঘরোয়া টোটকার উপর ভরসা রাখুন। হলুদ, চন্দন, শশা, মুলতানি মাটি, ফ্রুট প্যাকের সাহায্য ত্বক পরিষ্কার রাখুন। চুলে বাড়িতে তৈরি প্যাক লাগান।

ঘরোয়া টোটকা: ত্বক, চুল ভাল রাখতে ঘরোয়া টোটকার উপর ভরসা রাখুন। হলুদ, চন্দন, শশা, মুলতানি মাটি, ফ্রুট প্যাকের সাহায্য ত্বক পরিষ্কার রাখুন। চুলে বাড়িতে তৈরি প্যাক লাগান।

০৭ ০৭
চুলের যত্ন নিন: নিয়মিত চুলের যত্ন নেওয়া প্রয়োজন। চুল পরিষ্কার রাখুন। নিয়মিত কন্ডিশনিং, অয়েল মাসাজ, স্পা করান।

চুলের যত্ন নিন: নিয়মিত চুলের যত্ন নেওয়া প্রয়োজন। চুল পরিষ্কার রাখুন। নিয়মিত কন্ডিশনিং, অয়েল মাসাজ, স্পা করান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE