Advertisement
১৬ এপ্রিল ২০২৪
Face

আপনি কি মুখ ধোওয়ার সময় এই ভুলগুলো করেন?

সুন্দর মুখের প্রাথমিক শর্ত হল নিখুঁত, উজ্জ্বল ত্বক। আর উজ্জল, নিখুঁত ত্বক পেতে গেলে সবচেয়ে আগে প্রয়োজন ত্বক ভাল করে পরিষ্কার করা। ত্বক ভাল রাখতে গেলে মেনে চলতে হয় মুখ ধোওয়ার কিছু নিয়ম।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০১৮ ১৪:২২
Share: Save:
০১ ০৬
সুন্দর মুখের প্রাথমিক শর্ত হল নিখুঁত, উজ্জ্বল ত্বক। আর উজ্জল, নিখুঁত ত্বক পেতে গেলে সবচেয়ে আগে প্রয়োজন ত্বক ভাল করে পরিষ্কার করা। ত্বক ভাল রাখতে গেলে মেনে চলতে হয় মুখ ধোওয়ার কিছু নিয়ম। এই ভুলগুলো মুখ ধোওয়ার সময় এড়িয়ে চলুন।

সুন্দর মুখের প্রাথমিক শর্ত হল নিখুঁত, উজ্জ্বল ত্বক। আর উজ্জল, নিখুঁত ত্বক পেতে গেলে সবচেয়ে আগে প্রয়োজন ত্বক ভাল করে পরিষ্কার করা। ত্বক ভাল রাখতে গেলে মেনে চলতে হয় মুখ ধোওয়ার কিছু নিয়ম। এই ভুলগুলো মুখ ধোওয়ার সময় এড়িয়ে চলুন।

০২ ০৬
উষ্ণ জলে মুখ ধুয়ে নিন প্রথমে। গরম জল দিয়ে মুখ খুলে ত্বক শুষ্ক হয়ে যায়।

উষ্ণ জলে মুখ ধুয়ে নিন প্রথমে। গরম জল দিয়ে মুখ খুলে ত্বক শুষ্ক হয়ে যায়।

০৩ ০৬
ক্রিমি ক্লিনজার বা জেল ক্লিনজার ব্যবহার করুন। যা ত্বক ভিতর থেকে পরিষ্কার করে। অথচ শুষ্কও হয় না ত্বক।

ক্রিমি ক্লিনজার বা জেল ক্লিনজার ব্যবহার করুন। যা ত্বক ভিতর থেকে পরিষ্কার করে। অথচ শুষ্কও হয় না ত্বক।

০৪ ০৬
মুখ পরিষ্কার করে ধুয়ে নিন। ক্লিনজার থেকে গেলে রোমকূপ বন্ধ হয়ে অ্যাকনের সমস্যা হতে পারে। নাকের চারপাশ, চোখ, কানের পিছন ভাল করে পরিষ্কার করুন।

মুখ পরিষ্কার করে ধুয়ে নিন। ক্লিনজার থেকে গেলে রোমকূপ বন্ধ হয়ে অ্যাকনের সমস্যা হতে পারে। নাকের চারপাশ, চোখ, কানের পিছন ভাল করে পরিষ্কার করুন।

০৫ ০৬
মুখ ধোওয়ার পর নরম, পরিষ্কার তোয়ালে দিয়ে আলতো চেপে চেপে মুখ মুছে নিন। মুখ মোছার জন্য আলাদা তোয়ালে রাখুন। জোরে ঘষবেন না।

মুখ ধোওয়ার পর নরম, পরিষ্কার তোয়ালে দিয়ে আলতো চেপে চেপে মুখ মুছে নিন। মুখ মোছার জন্য আলাদা তোয়ালে রাখুন। জোরে ঘষবেন না।

০৬ ০৬
প্যাট ড্রাই করার পর তুলোয় টোনার নিয়ে মুখে লাগান। তারপরেই ভাল করে ময়শ্চারাইজ করুন যাতে ত্বকের আর্দ্রতা বজায় থাকে। ময়শ্চারাইজ না করলে ত্বক শুষ্ক হয়ে যায়।

প্যাট ড্রাই করার পর তুলোয় টোনার নিয়ে মুখে লাগান। তারপরেই ভাল করে ময়শ্চারাইজ করুন যাতে ত্বকের আর্দ্রতা বজায় থাকে। ময়শ্চারাইজ না করলে ত্বক শুষ্ক হয়ে যায়।

Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE