Advertisement
০৩ মে ২০২৪
Alisha Abdullah

হাওয়ার চেয়েও দ্রুতগামী তরুণী আলিশাকে চিনে নিন

গাড়ি চালানোটা মেয়েদের কাছে জলভাত হয়ে গিয়েছে অনেক দিনই। কিন্তু, তা বলে কার রেসিং? সেটাও সম্ভব!

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৭ মার্চ ২০১৭ ১৭:৩৮
Share: Save:
০১ ১০
মাত্র ৯ বছর বয়সে গো-কার্টিংয়ে যোগ দেন আলিশা।

মাত্র ৯ বছর বয়সে গো-কার্টিংয়ে যোগ দেন আলিশা।

০২ ১০
১১ বছর বয়স থেকে একের পর গো-কার্টিং প্রতিযোগিতা জিততে শুরু করেন।

১১ বছর বয়স থেকে একের পর গো-কার্টিং প্রতিযোগিতা জিততে শুরু করেন।

০৩ ১০
২০০৯ সালে ন্যাশনাল সুপার বাইক রেসিং চ্যাম্পিয়নশিপে তৃতীয় হন। ১৫ জন পুরুষ প্রতিযোগীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে এই সাফল্য পান তিনি।

২০০৯ সালে ন্যাশনাল সুপার বাইক রেসিং চ্যাম্পিয়নশিপে তৃতীয় হন। ১৫ জন পুরুষ প্রতিযোগীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে এই সাফল্য পান তিনি।

০৪ ১০
আলিশার পড়াশোনা সেন্ট কেভিন স্কুলে। পরবর্তী কালে স্যাক্রেড হার্ট থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন।

আলিশার পড়াশোনা সেন্ট কেভিন স্কুলে। পরবর্তী কালে স্যাক্রেড হার্ট থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন।

০৫ ১০
চেন্নাইয়ের এলআইবিএ-তেও পড়েছেন তিনি।

চেন্নাইয়ের এলআইবিএ-তেও পড়েছেন তিনি।

০৬ ১০
আলিশা জানিয়েছন, তাঁর কাছে বাবাই অনুপ্রেরণা।

আলিশা জানিয়েছন, তাঁর কাছে বাবাই অনুপ্রেরণা।

০৭ ১০
তাঁর কেরিয়ার শুরু আসলে ফোর হুইলার রেসিংয়ে। সেখানেও এসেছিল সাফল্য। ফর্মুলা কার রেসিংয়ে যোগদান ছাড়াও ২০০৪-এ ন্যাশনাল রেসিং চ্যাম্পিয়নশিপে পঞ্চম স্থানও অধিকার করেন। এর পর ফোর হুইলার ছেড়ে বাইক রেসিংয়ে চলে আসেন তিনি।

তাঁর কেরিয়ার শুরু আসলে ফোর হুইলার রেসিংয়ে। সেখানেও এসেছিল সাফল্য। ফর্মুলা কার রেসিংয়ে যোগদান ছাড়াও ২০০৪-এ ন্যাশনাল রেসিং চ্যাম্পিয়নশিপে পঞ্চম স্থানও অধিকার করেন। এর পর ফোর হুইলার ছেড়ে বাইক রেসিংয়ে চলে আসেন তিনি।

০৮ ১০
২০১১-তে পোলো কাপের পোডিয়ানে ভারতের প্রথম মহিলা হিসেবে স্থান পান তিনি।

২০১১-তে পোলো কাপের পোডিয়ানে ভারতের প্রথম মহিলা হিসেবে স্থান পান তিনি।

০৯ ১০
রেসিং ট্র্যাকে কামাল দেখানোর পাশাপাশি তিনি ক্যামেরার সামনেও সমান স্বচ্ছন্দ। ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘ইরুম্বু কুথিরাই’ ছবিতে অভিনয়ও করেছেন আলিশা।

রেসিং ট্র্যাকে কামাল দেখানোর পাশাপাশি তিনি ক্যামেরার সামনেও সমান স্বচ্ছন্দ। ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘ইরুম্বু কুথিরাই’ ছবিতে অভিনয়ও করেছেন আলিশা।

১০ ১০
এক সাক্ষাৎকারে আলিশা জানিয়েছিলেন, অনেকেই নাকি মানতে চান না যে তিনি রেসিং ড্রাইভার। সবাই ভাবেন তিনি শুধু অভিনয়ই করেন।

এক সাক্ষাৎকারে আলিশা জানিয়েছিলেন, অনেকেই নাকি মানতে চান না যে তিনি রেসিং ড্রাইভার। সবাই ভাবেন তিনি শুধু অভিনয়ই করেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE