Advertisement
০৫ ডিসেম্বর ২০২৫
Peel

ফল, সবজির খোসা না ফেলে ব্যবহার করুন রূপচর্চায়

রান্নাঘরে তরিতরকারি, ফল কাটার পর খোসা ফেলে দেন? ভাবেন অপ্রয়োজনীয় নোংরা?

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০১৮ ১৫:০৭
Share: Save:
০১ ০৬
রান্নাঘরে তরিতরকারি, ফল কাটার পর খোসা ফেলে দেন? ভাবেন অপ্রয়োজনীয় নোংরা? ভুলবেন না ফল বা সবজির মতোই উপকারি খোসাও। বিশেষ করে রূপচর্চার জন্য। জেনে নিন কী ভাবে ব্যবহার করতে পারেন খোসা।

রান্নাঘরে তরিতরকারি, ফল কাটার পর খোসা ফেলে দেন? ভাবেন অপ্রয়োজনীয় নোংরা? ভুলবেন না ফল বা সবজির মতোই উপকারি খোসাও। বিশেষ করে রূপচর্চার জন্য। জেনে নিন কী ভাবে ব্যবহার করতে পারেন খোসা।

০২ ০৬
আলুর খোসার মধ্যে থাকা উত্সেচক ও ভিটামিন সি ত্বকের কালো ছোপ, চোখের কোলের কালি, ফোলা ভাব, ক্লান্তি দূর করতে সাহায্য করে।

আলুর খোসার মধ্যে থাকা উত্সেচক ও ভিটামিন সি ত্বকের কালো ছোপ, চোখের কোলের কালি, ফোলা ভাব, ক্লান্তি দূর করতে সাহায্য করে।

০৩ ০৬
কলার খোসা দাঁত ঝকঝকে করতে সাহায্য করে। দাঁতে হলুদ ছোপ পড়লে কলার খোসা ঘষে নিন।

কলার খোসা দাঁত ঝকঝকে করতে সাহায্য করে। দাঁতে হলুদ ছোপ পড়লে কলার খোসা ঘষে নিন।

০৪ ০৬
মশা: লেবুর খোসা মশা তাড়াতে দারুণ উপকারি। দরজা ও জানলার কাছে লেবুর খোসা ফেলে রাখুন। মশা আসবে না।

মশা: লেবুর খোসা মশা তাড়াতে দারুণ উপকারি। দরজা ও জানলার কাছে লেবুর খোসা ফেলে রাখুন। মশা আসবে না।

০৫ ০৬
বাথ সোক: কমলা ও গ্রেপ ফ্রুট খোসার সুগন্ধ অবসাদ কাটাতে সাহায্য করে। ত্বকের চুলকানিও দূর করে। স্নানের জলে এই খোসাগুলো ফেলে সেই জল দিয়ে স্নান করুন। ক্লান্তি দূর হবে।

বাথ সোক: কমলা ও গ্রেপ ফ্রুট খোসার সুগন্ধ অবসাদ কাটাতে সাহায্য করে। ত্বকের চুলকানিও দূর করে। স্নানের জলে এই খোসাগুলো ফেলে সেই জল দিয়ে স্নান করুন। ক্লান্তি দূর হবে।

০৬ ০৬
ফল বা সবজির খোসায় থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট ও নিউট্রিয়েন্ট ত্বকের জন্য খুব ভাল। যা ত্বক এক্সফোলিয়েট ও পরিষ্কার করতে সাহায্য করে। কমলা লেবুর শুকনো খোসা কোরানোর সঙ্গে দই ও মধু মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এই প্যাক ১৫-২০ মিনিট মুখে লাগিয়ে রাখুন। ভাল করে স্ক্রাব করে হালকা গরম জলে ধুয়ে ফেলুন।

ফল বা সবজির খোসায় থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট ও নিউট্রিয়েন্ট ত্বকের জন্য খুব ভাল। যা ত্বক এক্সফোলিয়েট ও পরিষ্কার করতে সাহায্য করে। কমলা লেবুর শুকনো খোসা কোরানোর সঙ্গে দই ও মধু মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এই প্যাক ১৫-২০ মিনিট মুখে লাগিয়ে রাখুন। ভাল করে স্ক্রাব করে হালকা গরম জলে ধুয়ে ফেলুন।

Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy