Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Cricket

চাপ নিয়েও তিন ফরম্যাটেই ধারাবাহিক কোহালি, বিস্মিত ফিঞ্চ

দেশে হোক বা বিদেশে— সিরিজের পর সিরিজে রান করে চলেছেন কোহালি। রেকর্ড গড়ছেন।

চাপ সামলে পারফর্ম করে চলেছেন কোহালি। —ফাইল চিত্র।

চাপ সামলে পারফর্ম করে চলেছেন কোহালি। —ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
মেলবোর্ন শেষ আপডেট: ৩০ জুন ২০২০ ২০:২২
Share: Save:

ভারতের হয়ে খেলার প্রবল চাপ রয়েছে। ক্রিকেটভক্তদের অনন্ত প্রত্যাশা পূরণ করতে হয় ক্রিকেটারদের। তার উপরে যদি নেতৃত্বের বোঝা চাপে, তা হলে তো সেই চাপ পাহাড়প্রমাণ হয়ে ওঠে। বিরাট কোহালি কিন্তু দুটো কাজই সমানভাবে করে আসছেন। চাপ অনুভব করছেন কিনা তা বোঝাই যায় না ভারত অধিনায়ককে দেখে।

কোহালিকে দেখে বিস্মিত অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার অ্যারন ফিঞ্চ। তিনি বলছেন, ‘‘ভারতের হয়ে খেলাটা সব সময়ে চাপের। ভারতকে নেতৃত্ব দেওয়াতেও রয়েছে প্রচণ্ড চাপ। কোহালি কিন্তু দুটো কাজই করে চলেছে একসঙ্গে।’’

দেশে হোক বা বিদেশে— সিরিজের পর সিরিজে রান করে চলেছেন কোহালি। রেকর্ড গড়ছেন। ফিঞ্চ বলছেন, ‘‘প্রতিটি প্লেয়ারেরই খারাপ সময় যায়। কিন্তু কোহালি, স্মিথ, পন্টিং, সচিনকে পর পর সিরিজে খারাপ খেলতে দেখা যায়নি।’’

আরও পড়ুন: ধোনির নেতৃত্বে সৌরভ আর দ্রাবিড়ের গুণ রয়েছে, দাবি রাজপুতের

ধোনি নেতৃত্ব ছেড়ে দেওয়ার পরে অধিনায়কের আর্মব্যান্ড ওঠে কোহালির হাতে। প্রত্যাশার চাপের মধ্যেও পারফরম্যান্স করে নিজেকে নিয়ে গিয়েছেন অন্য এক উচ্চতায়। তিনটি ফরম্যাটেই ধারাবাহিকতা দেখাচ্ছেন কোহালি। ভারত অধিনায়কের ধারাবাহিকতা দেখে বিস্মিত অজি ক্রিকেটার। ফিঞ্চ বলছেন, ‘‘ওয়ানডে ফরম্যাটে সর্বকালের সেরা হওয়া এক রকম। কিন্তু টেস্ট ক্রিকেট ও টি টোয়েন্টি ফরম্যাটেও সেরা হওয়া দারুণ ব্যাপার।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE