Advertisement
২৬ এপ্রিল ২০২৪

বিরাটকে চটালে কী হয় দেখলে, টুইট করলেন ‘শাহেনশা’

অমিতাভের টুইট দেখার পরে তাঁর জবাবও দিয়েছেন কোহালি। ‘বিগ বি’-কে ধন্যবাদ দিয়ে শনিবার ভারত অধিনায়ক টুইটারে লেখেন, ‘‘হা, হা, হা...আপনার ওই ডায়লগটা দারুণ ভাল লাগে স্যর। আপনি সব সময়ই এক জন প্রেরণা।’’   

অভিভূত: অমিতাভ বচ্চনের শুভেচ্ছাবার্তায় আপ্লুত কোহালি। ফাইল চিত্র

অভিভূত: অমিতাভ বচ্চনের শুভেচ্ছাবার্তায় আপ্লুত কোহালি। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৯ ০৩:১৮
Share: Save:

বিরাট কোহালিকে চটিয়ে দিয়ো না, তার ফল ভাল হবে না। কিং কোহালিকে নিয়ে এ রকম সতর্কবার্তা বিশ্বজুড়ে বোলারদের শুনিয়ে রাখলেন রুপোলি পর্দার ‘শাহেনশা’— অমিতাভ বচ্চন।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে শুক্রবার কোহালির ৫০ বলে ৯৪ রানের অপরাজিত ম্যাচ জেতানো ইনিংস দেখার পরে তাঁর সুপারহিট সিনেমা ‘অমর আকবর অ্যান্টনি’-র একটি ডায়লগ টুইট করেন অমিতাভ। যেখানে তিনি লেখেন, ‘‘কত বার তোমাদের বলেছি, বিরাট কোহালিকে চটিয়ে দিয়ো না। কিন্তু তোমরা আমার কথা শোনোনি। এখন দেখো, তোমাদের একটা মোক্ষম জবাব দিল কোহালি। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের মুখগুলো দেখো, কী ভাবে ওদের ঘাবড়ে দিয়েছে ও (অমর আকবর অ্যান্টনির সেই অ্যান্টনি ভাইয়ের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি)।’’

কোহালিকে সম্ভবত বেশি চটিয়ে দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের পেসার কেসরিক উইলিয়ামস। তিনি জামাইকায় এক বার কোহালিকে আউট করে বিদ্রুপাত্মক ভঙ্গিতে ইঙ্গিত করেছিলেন, ‘‘তোমার উইকেট আমার পকেটে।’’ শুক্রবার রাতে হায়দরাবাদের উপ্পলে দুরন্ত ইনিংস খেলার পথে কেসরিককে সেই বিদ্রুপের জবাব দিয়ে দেন কোহালি। ক্যারিবিয়ান পেসারের বল একের পর এক বাউন্ডারিতে পাঠিয়ে নোটবুকে লেখার ভঙ্গি করেন কোহালি। তার পরে ম্যাচ জিতিয়ে জার্সির পিছনে লেখা নিজের নামের প্রতি ইঙ্গিত করে সেই পরিচিত বিরাট-হুঙ্কার তো ছিলই।

অমিতাভের টুইট দেখার পরে তাঁর জবাবও দিয়েছেন কোহালি। ‘বিগ বি’-কে ধন্যবাদ দিয়ে শনিবার ভারত অধিনায়ক টুইটারে লেখেন, ‘‘হা, হা, হা...আপনার ওই ডায়লগটা দারুণ ভাল লাগে স্যর। আপনি সব সময়ই এক জন প্রেরণা।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Amitabh Bachchan Virat Kohli Cricket
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE