Advertisement
০৪ মে ২০২৪

দলের স্বার্থে খেলো, পরামর্শ অরুণের

সোমবার মনোজ তিওয়ারিদের দু’ঘণ্টা ক্লাস নিলেন অরুণ। ঘরোয়া ক্রিকেটের সব চেয়ে বড় সম্মান পাওয়ার লক্ষ্যে রাজ্যের ক্রিকেটারদের অনুপ্রাণিত করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। সিএবি সূত্রে খবর, ক্রিকেটারদের ব্যক্তিগত পারফরম্যান্সের কথা না ভেবে দলের স্বার্থ বুঝে খেলার কথা বলেছেন অরুণ। তাঁর মতে, তবেই তৈরি হবে বোঝাপড়া এবং জেতার মানসিকতা। 

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ অগস্ট ২০১৮ ০৫:৩৪
Share: Save:

বাংলার ক্রিকেটারদের রঞ্জি ট্রফি জেতার খিদে বাড়িয়ে তুলতে এক অভিনব উদ্যোগ নিল সিএবি। কয়েক দিন আগেই নতুন মনোবিদের সামনে নিজেদের সমস্যার কথা তুলে ধরেন বাংলার ক্রিকেটারেরা। এ বার তাঁদের ক্লাস নেন বাংলার রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন দলের ব্যাটসম্যান অরুণ লাল।

সোমবার মনোজ তিওয়ারিদের দু’ঘণ্টা ক্লাস নিলেন অরুণ। ঘরোয়া ক্রিকেটের সব চেয়ে বড় সম্মান পাওয়ার লক্ষ্যে রাজ্যের ক্রিকেটারদের অনুপ্রাণিত করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। সিএবি সূত্রে খবর, ক্রিকেটারদের ব্যক্তিগত পারফরম্যান্সের কথা না ভেবে দলের স্বার্থ বুঝে খেলার কথা বলেছেন অরুণ। তাঁর মতে, তবেই তৈরি হবে বোঝাপড়া এবং জেতার মানসিকতা।

অরুণের ‘পেপটক’-এ উপস্থিত ছিলেন বাংলার প্রাথমিক দলের প্রত্যেক ক্রিকেটার। সেই ক্লাসে নিজের রঞ্জি ট্রফি জেতার অভিজ্ঞতার কথা শোনান তিনি। দলের স্বার্থে খেলার কথা বলতে গিয়ে এ বি ডিভিলিয়ার্সের ২৯৭ বলে ৪৩ রানের ইনিংসের উদাহরণ টেনে আনেন অরুণ। ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার ভারত সফরের চতুর্থ টেস্টে এমনই একটি ইনিংস খেলে দলকে বাঁচানোর চেষ্টা করেছিলেন এবি। এ ভাবেই যে কোনও পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার বার্তা দিলেন অরুণ। সন্ধ্যায় ফোনে আনন্দবাজারকে অরুণ বলেন, ‘‘পরিস্থিতির চাপে আমাদের লক্ষ্যগুলো ধীরে, ধীরে সরে যেতে শুরু করে। সেগুলো যাতে হারিয়ে না যায়, তাই এ ধরনের ক্লাসের প্রয়োজন। বাংলার ক্রিকেটারদের মধ্যে রঞ্জি ট্রফি জেতার খিদেটা রয়েইছে। আশা করছি এ বার ভাল ফলই করবে।’’

বাংলার পেসার ঈশান পোড়েল বলেন, ‘‘এই ক্লাসের প্রয়োজন ছিল। আমাদের প্রত্যেকের মধ্যে চ্যাম্পিয়ন হওয়ার খিদেটা ছিলই। সেই খিদেটা বেড়েছে অরুণ স্যরের ক্লাস করে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cricket Bengal Arun Lala Pep Talk
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE