Advertisement
১১ মে ২০২৪

কোটলায় স্পিনারদের ভয় পাচ্ছে না অস্ট্রেলিয়া

ভারত সফরে এসে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল অস্ট্রেলিয়া, যা বিশ্বকাপে তাদের খুবই কাজে লাগবে। মনে করেন অ্যারন ফিঞ্চের সহ অধিনায়ক অ্যালেক্স ক্যারি।

ফুরফুরে: অস্ট্রেলিয়ার প্রস্তুতিতে প্রাক্তন ক্রিকেটার ম্যাথু হেডেন ও দলের সহ-অধিনায়ক অ্যালেক্স ক্যারি। পিটিআই

ফুরফুরে: অস্ট্রেলিয়ার প্রস্তুতিতে প্রাক্তন ক্রিকেটার ম্যাথু হেডেন ও দলের সহ-অধিনায়ক অ্যালেক্স ক্যারি। পিটিআই

নিজস্ব প্রতিবেদন 
শেষ আপডেট: ১৩ মার্চ ২০১৯ ০২:২২
Share: Save:

ভারত সফরে এসে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল অস্ট্রেলিয়া, যা বিশ্বকাপে তাদের খুবই কাজে লাগবে। মনে করেন অ্যারন ফিঞ্চের সহ অধিনায়ক অ্যালেক্স ক্যারি। তিনি মনে করেন, এই সিরিজের পরে অস্ট্রেলিয়া বিশ্বকাপে সত্যিই গত বারের চ্যাম্পিয়নদের মতো আত্মবিশ্বাসী হয়ে নামতে পারবে।

ভারতের বিরুদ্ধে চলতি সিরিজে ০-২ পিছিয়ে থাকার পরে টানা দু’টি ম্যাচ জিতে এখন আত্মবিশ্বাসে ফুটছে অস্ট্রেলিয়া শিবির। ২-২ অবস্থায় বুধবার দিল্লিতে শেষ ম্যাচে খেলতে নেমে সিরিজ জয়ের হাতছানি তাদের সামনে। ভারতকে এমন একটা কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিতে পেরে উত্তেজিত ক্যারি মঙ্গলবার বলেন, ‘‘গত ১২-১৮ মাস ধরে প্রচুর খেটেছি আমরা। এত দিনে সাফল্যের মুখ দেখতে পাচ্ছি। এই আত্মবিশ্বাস নিয়েই বিশ্বকাপে যাব আমরা।’’ বিশ্বকাপে এই দলের সঙ্গে যোগ দেবেন স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার। ফলে তাঁদের শক্তি যে আরও বাড়বে, এই নিয়ে কোনও সন্দেহ নেই ক্যারির। বলেন, ‘‘যারা দলে আছে, তারাই যথেষ্ট ভাল খেলছে। এর পরে দু’জন অসাধারণ ক্রিকেটার যোগ দেবে, যারা অতীতে দুর্দান্ত সব পারফরম্যান্স দেখিয়েছে। বিশ্বকাপে আমরা যথেষ্ট শক্তিশালী হয়ে নামব।’’

ভারতীয় স্পিন জুটি যুজবেন্দ্র চহাল ও কুলদীপ যাদবকে সামলাতে বিদেশি ব্যাটসম্যানেরা হিমশিম খেলেও তাঁরা যে এখন স্পিনের বিরুদ্ধে অনেক সাবলীল, সে রকমই দাবি করছেন অস্ট্রেলিয়ার উইকেট কিপার। বলেন, ‘‘আমরা কেন স্পিনের বিরুদ্ধে ভাল খেলতে পারি না, এই নিয়ে মিডিয়াতে প্রচুর বিশ্লেষণ হয়েছে। গত এক-দেড় বছরে নেটে আমরা স্পিনের বিরুদ্ধে খেলার প্রচুর অনুশীলন করেছি। এখন তারই ফল পাচ্ছি। মাঠের বাইরে ছেলেরা সত্যিই খুব পরিশ্রম করছে।’’

বুধবার সিরিজের ফয়সালার ম্যাচে ফিরোজ শাহ কোটলার উইকেট স্পিনারদের সাহায্য করতে পারে। তবে তাতে কোনও সমস্যা হবে না বলে মনে করেন ক্যারি। বলেন, ‘‘স্থানীয় বোলারদের বিরুদ্ধে আজ আমরা অনেক অনুশীলন করেছি। দলের ব্যাটসম্যানরা সবাই খুব আত্মবিশ্বাসী। আশা করি, স্পিনারদের কাল আমরা ভাল খেলব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE