Advertisement
২৬ এপ্রিল ২০২৪

কট্টর হওয়ার পথে বোর্ড

এও শোনা যাচ্ছে, পাকিস্তানকে বাদ দিয়েই বিশ্বকাপ আয়োজনের ডাক দেওয়ার কথা ভাবছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের কেউ কেউ। এ ব্যাপারে আইসিসি-কে লিখিত ভাবে বোর্ড কিছু জানায় কি না, তা নিয়ে জোর জল্পনা এই মুহূর্তে। আগামী ৪৮ ঘণ্টায় পরিস্থিতি কোন দিকে গড়ায়, তা নিয়েও আগ্রহের সৃষ্টি হয়েছে।  

পাকিস্তানকে বাদ দিয়েই বিশ্বকাপ আয়োজনের ডাক দেওয়ার কথা ভাবছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের কেউ কেউ।—ফাইল চিত্র।

পাকিস্তানকে বাদ দিয়েই বিশ্বকাপ আয়োজনের ডাক দেওয়ার কথা ভাবছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের কেউ কেউ।—ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০১৯ ০৪:২০
Share: Save:

পুলওয়ামায় সাম্প্রতিক জঙ্গি হানার পরিপ্রেক্ষিতে ভারত-পাকিস্তান ক্রিকেট সম্পর্ক বড় ধাক্কা খেয়েছে। ইতিমধ্যেই হরভজন সিংহ, মহম্মদ আজহারউদ্দিনরা বিশ্বকাপে পাকিস্তান ম্যাচ বয়কটের ডাক দিয়েছেন। শোনা যাচ্ছে, এই পরিস্থিতিতে ক্রমশ কঠোর হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ডও।

এও শোনা যাচ্ছে, পাকিস্তানকে বাদ দিয়েই বিশ্বকাপ আয়োজনের ডাক দেওয়ার কথা ভাবছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের কেউ কেউ। এ ব্যাপারে আইসিসি-কে লিখিত ভাবে বোর্ড কিছু জানায় কি না, তা নিয়ে জোর জল্পনা এই মুহূর্তে। আগামী ৪৮ ঘণ্টায় পরিস্থিতি কোন দিকে গড়ায়, তা নিয়েও আগ্রহের সৃষ্টি হয়েছে।

পরিস্থিতির উপর নজর রাখছে আইসিসিও। আইসিসির চিফ এগজিকিউটিভ ডেভিড রিচার্ডসন বলেছেন, ‘‘বিশ্বকাপে ক্রীড়াসূচি বদল বা কোনও ম্যাচ না হওয়ার মতো ইঙ্গিত এখনও পাইনি।’’

তবে এত সব ঘটনার মধ্যেও বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে সাধারণ ক্রিকেটপ্রেমীদের আগ্রহ তুঙ্গে। ১৬ জুন বিশ্বকাপে গ্রুপের খেলায় পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। ম্যাঞ্চেস্টারের যে স্টেডিয়ামে এই মহারণ, তার দর্শকাসন মাত্র ২৫ হাজার। কিন্তু সেই পঁচিশ হাজার আসনের টিকিটের জন্যই ইতিমধ্যে আবেদন করে বসে রয়েছেন চার লক্ষ ক্রিকেটপ্রেমী। যা ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া ম্যাচ ও ফাইনাল খেলা দেখার টিকিটের আবেদনের চেয়ে অনেক বেশি।

ওল্ড ট্র্যাফোর্ডে ভারত বনাম পাকিস্তানের ক্রিকেট দ্বৈরথ দেখার জন্য ক্রিকেটপ্রেমীদের টিকিটের এই বিশাল চাহিদা প্রসঙ্গে সংবাদমাধ্যমকে বিশ্বকাপের টুর্নামেন্ট ডিরেক্টর স্টিভ এলওয়ার্দি বলেছেন, ‘‘ভারত-পাকিস্তানের গ্রুপ লিগের ওই ম্যাচের টিকিটের জন্য চার লক্ষ আবেদন জমা পড়েছে। যা অবিশ্বাস্য। ওল্ড ট্র্যাফোর্ডে খেলা দেখতে পারেন ২৫হাজার দর্শক। সবাই তো আর টিকিট পাবেন না। ফলে অনেককেই হতাশ হতে হবে। এটা কেবল মাঠের চিত্র। কিন্তু এর বাইরেও তো গোটা বিশ্ব নজর রাখবে এই ম্যাচটার দিকে।’’

এই পরেই দক্ষিণ আফ্রিকার এই প্রাক্তন ক্রিকেটার পেশ করেন ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া ও বিশ্বকাপ ফাইনালের টিকিটের জন্য আবেদনের সংখ্যা। এলওয়ার্দির কথায়, ‘‘বিশ্বকাপে ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার খেলা দেখার জন্য টিকিটের আবেদন করেছেন দু’লক্ষ তিরিশ থেকে চল্লিশ হাজার দর্শক। আর ফাইনালের জন্য টিকিটের চাহিদা দু’লক্ষ ষাট থেকে সত্তর হাজার দর্শকের।’’ এই তথ্য পেশ করে বিশ্বকাপের টুর্নামেন্ট ডিরেক্টর বলেন, ‘‘এতেই বোঝা যায়, ভারত বনাম পাকিস্তান ম্যাচের আবেদন বা উত্তেজনা কতটা।’’

কোনও কোনও মহলের ধারণা, উপমহাদেশের রাজনৈতিক পরিস্থিতি এই মুহূর্তে উত্তপ্ত থাকলেও বিশ্বকাপের সময় পরিস্থিতি স্বাভাবিক হবে। ফলে তখন ভারত-পাক ম্যাচ নিয়ে জটিলতা সৃষ্টি হবে না। যদিও এরই মাঝে এ দিন নামপ্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক পদাধিকারী জানিয়েছেন, সরকার যদি না চায়, তা হলে ভারতীয় ক্রিকেট বোর্ড বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ বয়কট করতে পারে। তাঁর কথায়, ‘‘আমরাও না খেলে প্রতিবাদ করতে চাই। কিন্তু ভারত ম্যাচ বয়কট করলে পাকিস্তান না খেলেই পুরো পয়েন্ট পেয়ে যাবে। আর গ্রুপের ম্যাচের পরে দুই দেশ যদি ফাইনালে ফের মুখোমুখি হয়, তখন কী হবে?’’ জানা গিয়েছে, ২৭ ফেব্রুয়ারি দুবাইয়ে আইসিসি-র বৈঠক রয়েছে। যে বৈঠকে এই বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cricket BCCI India Pakistan CWC 2019 ICC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE