Advertisement
১১ মে ২০২৪

সেরা হতেই আজ অভিযানে সুরজিতরা

বৃহস্পতিবার কলকাতায় এক অনুষ্ঠানে বাংলার দলের খেলোয়াড়রা জানিয়ে দেন, এ বার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই এগোচ্ছেন তাঁরা।

জুটি: বাংলাদেশের জিয়া ও ভারতের অমরেশ। ছবি: সুদীপ্ত ভৌমিক

জুটি: বাংলাদেশের জিয়া ও ভারতের অমরেশ। ছবি: সুদীপ্ত ভৌমিক

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০১৮ ০৩:২৩
Share: Save:

এ বার চ্যাম্পিয়ন হতেই হবে, এই শপথ নিয়ে শুক্রবার থেকে প্রো কবাডি লিগের শেষ পর্যায়ে নামছে বেঙ্গল ওয়ারিয়র্স। দলের অন্যতম মালিক অক্ষয় কুমারের ভোকাল টনিকেই তেতে গিয়েছে দলের খেলোয়াড়েরা। বৃহস্পতিবার কলকাতায় এক অনুষ্ঠানে বাংলার দলের খেলোয়াড়রা জানিয়ে দেন, এ বার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই এগোচ্ছেন তাঁরা।

শুক্রবার থেকেই প্রো কবাডির কলকাতা পর্ব শুরু নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। প্রথম দিনই তামিল থালাইভাস-এর বিরুদ্ধে ম্যাচ তাদের। জোন বি-তে ১৬ ম্যাচে ৪৮ পয়েন্ট পেয়ে চার নম্বরে থাকার বাংলার লক্ষ্য শেষ ছয় ম্যাচে অন্তত তিনটিতে জিতে প্রথম তিনে ঢুকে পড়া, যাতে তারা প্লে-অফে খেলতে পারে। তামিল থালাইভাস আছে একেবারে নীচে, ছয় নম্বরে।

কলকাতায় আসার আগে মুম্বইয়ের এক অভিজাত রেস্তোরাঁয় দেওয়া পার্টিতে দলের অন্যতম মালিক চিত্রতারকা অক্ষয় কুমার দলের খেলোয়াড়দের উদ্দেশে বলেন, ‘‘তোমাদের এই লিগ জেতার ক্ষমতা রয়েছে। ঘরের মাঠের দর্শকদের সামনে শেষ ছয় ম্যাচ জিতে দেখাও তোমরাও পারো। নিজেদের সেরাটা দিয়ে দাও এখানে।’’

অক্ষয়ের এই ভাষণেই তেতে রয়েছেন সুরজিৎ সিংহরা। অধিনায়ক সুরজিৎ বলেন, ‘‘আমরা সব দলকেই হারিয়েছি। আমাদের চোট-আঘাতের সমস্যা নেই। তাই আমাদের প্লে-অফে না যাওয়ার কোনও কারণ নেই।’’ কোচ কে জগদীশ বলেন, ‘‘গ্রুপে সেরা হয়ে প্লে-অফে উঠতে পারলে আমাদের ফাইনালে ওঠার সম্ভাবনাও বাড়বে। তাই গ্রুপ সেরা হওয়াই আমাদের লক্ষ্য।’’ শোনা গেল দলের খেলা দেখতে আজ শুক্রবার অথবা শনিবার অক্ষয় কলকাতায় আসতে পারেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE