Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Darren Sammy

স্যামির দাবি, ক্ষমা চাও

স্যামিকে কি সত্যি ব্যঙ্গ করে ওই নামে ডাকা হত?

ড্যারেন স্যামি।—ফাইল চিত্র।

ড্যারেন স্যামি।—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১০ জুন ২০২০ ০৪:৫৯
Share: Save:

আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলার সময় বর্ণবৈষম্যের শিকার হন ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন স্যামি। রবিবার সেই অভিযোগ করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় এক ভারতীয় পেসারের একটি পুরনো ইনস্টাগ্রাম পোস্ট ছড়িয়ে পড়ে। যেখানে স্যামি, ডেল স্টেন এবং ভুবনেশ্বর কুমারের সঙ্গে ছবি দিয়ে প্রাক্তন ক্যারিবিয়ান ক্রিকেটার সম্পর্কে সেই শব্দটি ব্যবহার করেন ভারতীয় পেসার, যা কৃষ্ণাঙ্গদের গায়ের রং বোঝাতে ব্যঙ্গার্থে বলা হয়।

এই ছবি নিয়ে রীতিমতো বিতর্ক উঠে যায়। সোশ্যাল মিডিয়ায় অনেকে দাবি তোলেন, ভারতীয় পেসারকে ক্ষমা চাইতে হবে। স্যামি নিজেও তাঁর এই সতীর্থদের ক্ষমা চাইতে বলেন।

স্যামিকে কি সত্যি ব্যঙ্গ করে ওই নামে ডাকা হত? প্রাক্তন অলরাউন্ডার ২০১৩ ও ২০১৪ মরসুমে সানরাইজার্সে খেলেন। সে দলের কয়েকজন ক্রিকেটারের সামনে এই প্রশ্ন রাখে আনন্দবাজার। প্রাক্তন পেসার ইরফান পাঠান ও বেণুগোপাল রাও একেবারেই অস্বীকার করে গেলেন। অন্য দিকে নমন ওঝা ও রিকি ভুই জানান, তাঁরা ও রকম শুনেছেন, তবে সিনিয়রদের আলোচনার

মধ্যে যেতেন না। ফোনে ইরফান বলেন, ‘‘সানরাইজার্সে থাকার সময় স্যামিকে কী বলা হত, তা সত্যি শুনিনি।’’ কিন্তু অন্য বিতর্ক উস্কে দিয়ে তাঁর মন্তব্য, ‘‘বরোদার হয়ে খেলার সময় দেখেছি, তামিলনাড়ুর ক্রিকেটারদের অদ্ভুত সব নামে ডাকা হত।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Darren Sammy Racism Sunrisers Hyderabad Cricket
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE