Advertisement
১১ মে ২০২৪
বিতর্কে শুরু, বিতর্কে শেষ বিলেত সফর

ম্যাচটা ধোনি হারাল, বলে দিলেন সৌরভ

শেষ ওভারে দু’বার সিঙ্গল রান নেওয়ার সুযোগ থাকলেও মহেন্দ্র সিংহ ধোনি নেননি। পঞ্চম বলে সিঙ্গল না নেওয়ার অর্থ দাঁড়ায়, শেষ বলে ৫ রান দরকার ছিল ভারতের। ধোনির এই সিদ্ধান্ত নিয়ে বিতর্কের ঝড় বয়ে যাচ্ছে ক্রিকেট দুনিয়ায়। ওয়াসিম আক্রম থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়, সবাই মনে করছেন রায়ডুকে অবশ্যই স্ট্রাইক দেওয়া উচিত ছিল ধোনির। যেটা না হওয়ায় হারতে হল ভারতকে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০১৪ ০৩:২২
Share: Save:

শেষ ওভারে দু’বার সিঙ্গল রান নেওয়ার সুযোগ থাকলেও মহেন্দ্র সিংহ ধোনি নেননি। পঞ্চম বলে সিঙ্গল না নেওয়ার অর্থ দাঁড়ায়, শেষ বলে ৫ রান দরকার ছিল ভারতের। ধোনির এই সিদ্ধান্ত নিয়ে বিতর্কের ঝড় বয়ে যাচ্ছে ক্রিকেট দুনিয়ায়। ওয়াসিম আক্রম থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়, সবাই মনে করছেন রায়ডুকে অবশ্যই স্ট্রাইক দেওয়া উচিত ছিল ধোনির। যেটা না হওয়ায় হারতে হল ভারতকে।

সৌরভ তো সরাসরি ধোনিকে কাঠগড়ায় তুলে দিচ্ছেন। প্রাক্তন ভারত অধিনায়ক পরিষ্কার বলে দিচ্ছেন, “ধোনির জন্যই ম্যাচটা হারল ভারত। শেষ ওভারে সিঙ্গল রান নেওয়ার সুযোগ ও ভাবে নষ্ট করাটা ভুল হয়েছে। ভারত ম্যাচটা জিততে পারত। পুরো চাপটা নিজের উপর নিয়েছিল ধোনি। কিন্তু ও তো মানুষ। ভিভ রিচার্ডসের ভুল হয়, সচিন তেন্ডুলকরেরও তো ভুল হয়। ক্যাপ্টেনের উচিত ছিল সতীর্থের উপর ভরসা করা। এর আগেও এমন পরিস্থিতিতে ধোনি ভারতকে ম্যাচ জিতিয়েছে। কিন্তু এই ম্যাচটা ও-ই হারাল। ধোনি তাই হারের দায় এড়াতে পারে না।”

কেন শেষ ওভারে এবং বিশেষ করে শেষ বলে নিজের ঘাড়েই চাপটা নিয়েছিলেন তিনি, সেটা ধোনি পরিষ্কার করে দেন ম্যাচের পর। টিভি-তে বলছিলেন, “রায়ডু সবে ব্যাট করতে নেমেছিল। আগের ওভারে দুটো বল খেলল। সে ভাবে বল মিডল করতে পারছিল না। তার পর মনে হল আমিই শেষ ওভারে বল ফেস করি,” বলেন তিনি। সঙ্গে যোগ করেন, “শেষ ওভারে অন্তত দুটো বল ফস্কেছি যেগুলো ওভার বাউন্ডারি হতে পারত। লক্ষ্যটা কঠিন ছিল। দিনটাও আমাদের ছিল না। ভেবেছিলাম আজ ব্যাটের মাঝে লাগাতে পারছি, তাই জেতার সুযোগ রয়েছে। কিন্তু হল না। সব মিলিয়ে আমাদের রান তাড়া করাটা খারাপ হয়নি। কিন্তু ডেথ ওভারে প্রচুর রান দেওয়াটাই কাল হল।”

তবে কিছুটা হলেও অধিনায়কের পাশে দাঁড়াচ্ছেন সুনীল গাওস্কর। তিনি বলেন, “অনেক টি-টোয়েন্টি জিতেছে, ক্যাপ্টেন হিসেবে ধোনি এই দায়িত্ব নিতেই পারে।”

কী দাঁড়াল? বিতর্ক দিয়ে ভারতের ইংল্যান্ড সফর শুরু হয়েছিল। নটিংহ্যাম টেস্টে রবীন্দ্র জাডেজা বনাম জেমস অ্যান্ডারসন বিতর্ক। সফরের শেষটাও বিতর্ক দিয়েই। অ্যান্ডারসন নন, জাডেজা নন, এ বার যার কেন্দ্রে মহেন্দ্র সিংহ ধোনি।

সংক্ষিপ্ত স্কোর: ইংল্যান্ড ১৮০-৭ (মর্গ্যান ৭১, হেলস ৪০, শামি ৩-৩৮) ভারত ১৭৭-৫ (কোহলি ৬৬, শিখর ৩৩)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sourav Ganguly MS Dhoni
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE