Advertisement
০৪ মে ২০২৪
Diego Maradona

মারাদোনাকে দাহ করা যাবে না, দেহ সংরক্ষণ করতে হবে, জানাল আদালত

প্রয়াত ফুটবল রাজপুত্রের সম্পত্তির অধিকার নিয়ে ইতিমধ্যেই প্রচুর মামলা হয়েছে।

দিয়েগো মারাদোনা। -ফাইল চিত্র।

দিয়েগো মারাদোনা। -ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
বুয়েনস আয়ার্স শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২০ ২১:১৭
Share: Save:

দিয়েগো মারাদোনার দেহ সংরক্ষণ করতে হবে, রায় দিল আর্জেন্টিনার আদালত। কারণ একটাই, যেকোনও সময় মারাদোনার ডিএনএ প্রয়োজন হতে পারে।

প্রয়াত ফুটবল রাজপুত্রের সম্পত্তির অধিকার নিয়ে ইতিমধ্যেই প্রচুর মামলা হয়েছে। তাঁর পাঁচ স্বীকৃত সন্তান যেরকম সম্পত্তির ভাগ চেয়েছেন, তেমনি আরও ছয়জন মামলা করেছেন, যাঁদের মারাদোনা কখনও সন্তান বলে স্বীকৃতি দেননি, বা তাঁদের কথা আগে জানা যায়নি।

এঁদের মধ্যে একজন, ২৫ বছরের মাগালি গিল দাবি করেছেন, দুই বছর আগে তিনি জানতে পারেন, মারাদোনাই তাঁর বাবা।

আরও পড়ুন: রাহানের ডাকে শতরান হাতছাড়া বিরাটের, ব্যাকফুটে ভারত

এরকম এত দাবি উঠছে, আইনজীবীরা এবং আদালত হিমসিম খাচ্ছে। সেই কারণেই দেওয়ানি মামলার আদালত ন্যাশনাল কোর্ট অফ ফার্স্ট ইন্সটান্স তার রায়ে জানিয়েছে, যেহেতু যেকোনও সময়ে মামলাকারীদের ডিএনএ মারাদোনার ডিএনএ-র সঙ্গে মিলছে কিনা, তা দেখার প্রয়োজন হবে, তাই মারাদোনার দেহ এখনই দাহ করা যাবে না।

গত মাসে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন কিংবদন্তি এই ফুটবলার। তাঁকে গত ২৬ নভেম্বর বুয়েনস আয়ার্স থেকে সামান্য দূরে সমাধিস্থ করা হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Diego Maradona Court Paternity Tests
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE