Advertisement
২৬ এপ্রিল ২০২৪

বিয়ের আগে সব ছেলেই সিংহ, বলছেন সাক্ষীর ‘আদর্শ’ স্বামী

কী ভাবে সংসার পর্বেও ঠান্ডা মাথায় একের পর এক ‘সেঞ্চুরি’ করে চলেছেন তিনি, সেটা এ দিন ফাঁস করলেন ধোনি।

 পরিবর্তন: নতুন চুলের ছাঁটে ধোনি। যা মঙ্গলবার ছড়িয়ে পড়ল টুইটারে।

পরিবর্তন: নতুন চুলের ছাঁটে ধোনি। যা মঙ্গলবার ছড়িয়ে পড়ল টুইটারে।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০১৯ ০৪:১৪
Share: Save:

মহেন্দ্র সিংহ ধোনি যে বাইশ গজে কতটা সফল, তা জানতে কারও বাকি নেই। কিন্তু দাম্পত্য জীবনেও যে তিনি ‘ক্যাপ্টেন কুল’, তা অনেকের না-ও জানা থাকতে পারে। সে কথাই সবার সামনে এ দিন গর্বিত ভাবে ঘোষণা করলেন ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক।

কী ভাবে সংসার পর্বেও ঠান্ডা মাথায় একের পর এক ‘সেঞ্চুরি’ করে চলেছেন তিনি, সেটা এ দিন ফাঁস করলেন ধোনি।

চেন্নাইয়ে এক অনুষ্ঠানে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বলেছেন, ‘‘আমি কিন্তু এক জন আদর্শ স্বামীর চেয়েও ভাল।’’ কেন, তা-ও ব্যাখ্যা করেছেন তিনি। ধোনির কথায়, ‘‘কারণ, আমার স্ত্রী যা-ই বলে, আমি তাতেই সায় দিয়ে চলি। স্বামীরা তখনই খুশি হয়, যখন স্ত্রীরা খুশি থাকে। আমার স্ত্রী খুশি থাকে, কারণ ও যা-ই বলুক না কেন, আমি তাতেই হ্যাঁ বলে দিই।’’

তাঁদের প্রিয় মাহির কথা শুনে হাসিতে ফেটে পড়েন দর্শকরা। এখানেই শেষ নয়। ধোনি এটাও জানাতে ভোলেননি যে, পুরুষ মাত্রেই সিংহ। কিন্তু পাশাপাশি যোগ করেন, ‘‘সব পুরুষের ক্ষেত্রেই ব্যাপারটা এক। বিয়ের আগে ছেলেরা সবাই সিংহ থাকে। তার পরে বদলে যায়।’’ যা শুনে আবার হাসির রোল ওঠে। আর মাইক হাতে ধোনি বলতে থাকেন, ‘‘এই দেখুন। আবার আপনারা হাসছেন। কিন্তু এটাই হল আসল ঘটনা!’’

ধোনির ওই অনুষ্ঠানের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরে স্বাভাবিক ভাবেই তা ভাইরাল হয়ে যায়। সেই অনুষ্ঠানে ধোনি-পত্নী সাক্ষী ছিলেন কি না, তা অবশ্য জানা যায়নি। এখানেই শেষ নয়। দাম্পত্য জীবন নিয়ে আরও কথা বলেছেন ধোনি। ভারতের প্রাক্তন অধিনায়কের মতে, বিবাহ পর্বের প্রেম পূর্ণতা পায় যখন স্বামী-স্ত্রীর বয়স ৫০-৫৫ বছর

হয়ে যায়।

ধোনি বলেছেন, ‘‘আমার মতে, দাম্পত্য জীবনে আদর্শ প্রেমের সময় হল যখন আপনার বয়স পঞ্চাশ পার হয়ে যাবে। এই ধরুন ৫৫ বছরে পৌঁছবেন। আসলে এই সময়টা আমরা কর্মজীবন থেকে ধীরে ধীরে দূরে সরে আসি। এত দিন আমাদের যা দৈনন্দিন জীবন হত, যে রুটিন মেনে আমরা চলতাম, তা থেকে ফুরসত পাই। আমাদের হাতে সময় বাড়তে থাকে। তাই আমরা পরস্পরের কাছে আরও বেশি করে চলে আসি। অন্য দিকে, বিয়ে হওয়ার সময় আমাদের দাম্পত্য জীবনের পাশাপাশি, অন্য কাজেও ব্যস্ত থাকতে হয়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE